• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সেতু নির্মানের ১৫ বছর পরেও নির্মান হয়নি সংযোগ সড়ক

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত সেতু

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

সেতু নির্মানের ১৫ বছর পরেও নির্মান হয়নি সংযোগ সড়ক

  • মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০২০

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম ও হাওরা এলাকার মধ্যবর্তী স্থানে ডাকাতিয়া নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মিত হাওরা সেতু জনগনের কোন কাজে আসছে না। সংযোগ সড়ক নির্মান না করায় গত ১৫ বছর ধরে সেতুটি এলাকার জনগনের দুঃখ হিসেবে মুখ থুবড়ে পড়ে আছে।

এতে ডাকাতিয়া নদীর দুই পাড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চাকুরিজীবী, কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার দেড় লক্ষাধিক মানুষ সীমাহীন ভোগান্তি পোহাচ্ছে। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে ২০০৫ সালের ৫ জানুয়ারী বিএনপি দলীয় তৎকালীন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম ওই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৫-২০০৬ অর্থবছরে এলজিইডির তত্বাবধানে ও ইসলামী উন্নয়ন ব্যাংকের ( আইডিবি) অর্থায়নে ৮০ লাখ টাকায় ওই সেতুটি নির্মান করা হয়েছিল। ২০০৬ সালের ৩০ এপ্রিল নির্মান কাজ শেষ হয় এবং একই দিন উদ্ভোধন করা হয়। কিন্তু সংযোগ সড়ক না করেই উদ্ভোধন করায় তখন থেকেই অব্যবহৃত ও অবহেলিত অবস্থায় পড়ে আছে। এটি জনগনের কোন কাজেই লাগছে না।

স্থানীয়রা জানান, সেতুর সংযোগ সড়ক না থাকায় স্থানীয় লোকজনকে বছরের পর বছর ধরে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওই সেতুর স্থানে আগে বাঁশের সাঁকো ছিল হেঁটে ওই সাঁকো দিয়ে দ্রুত পার হওয়া যেতো। উচু সেতু নির্মান হওয়ায় এর দুই দিকে মাটি না থাকায় শুকনো মৌসুমে সেতুতে উঠতে বেশ কষ্ট হয় এবং বেশি সময় লাগে। এছাড়া বর্ষাকালে সেতুটির সকল যোগাযোগ মাধ্যম পানিতে তলিয়ে যায়। ওই সময় সাধারণ মানুষ পায়ে হেঁটে যাওয়ার সুবিধা থেকেও বঞ্চিত হয়। এতে বাধ্য হয়ে এলাকার মানুষকে নৌকাযোগে নদী পারাপার হতে হয়।

মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, ওই এলাকায় অপরিকল্পিতভাবে সেতু নির্মান করা হয়েছে। এখন সেতুর দুই পাশে মাটি দিলেও তা থাকবে না। সংযোগ সড়ক না করেই সেতু নির্মান করায় এমন অবস্থায় হয়েছে এতে জনদুরভোগ আরো বেড়েছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে।

এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী জানান, সেতু সংলগ্ন জমির মালিকরা তাদের জমি অধিগ্রহন করতে না দেওয়ায় সংযোগ সড়ক নির্মান করা যাচ্ছে না। তবে জনগনের স্বার্থে সহসা পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads