• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় এক যুগে বন্ধ হয়েছে ১৩ রেলস্টেশন

কুমিল্লায় বন্ধ হওয়া ময়নামতি রেলস্টেশন

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

কুমিল্লায় এক যুগে বন্ধ হয়েছে ১৩ রেলস্টেশন

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০২০

কুমিল্লা অঞ্চলে গত এক যুগে বন্ধ হয়েছে ১৩টি রেলস্টেশন । স্টেশনগুলো বন্ধ হয়ে যাওয়ায় ওই এলাকার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বন্ধ স্টেশনগুলোতে এখন দেখা যায় মাদকসেবী আর ছিন্নমুল মানুষের আনাগোনা। স্টেশন বন্ধ থাকায় মাঝে মধ্যে দুএকটি ট্রেন থামলেও যাত্রীরা ভ্রমণ করে বিনা টিকিটে। এতে সরকারও রাজস্ব হারাচ্ছে। স্টেশনগুলো চালু করার দাবি এলাকাবাসীর।আর কর্তৃপক্ষ বলছে, শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।

একটা সময়ে কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের শহরমুখী চলাচলের অন্যতম মাধ্যম ছিল ট্রেন।বর্তমানে স্টেশনগুলো বন্ধ থাকায় দূর্ভোগে পরেছে কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। এর পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।

সুশাসনের জন্য নাগরিক (সুজন), কুমিল্লার সভাপতি শাহ. মো. আলমগীর খান বলেন, স্টেশনগুলো বন্ধ হওয়ায় সড়কপথে চলতে গিয়ে মানুষের ব্যয় বাড়ার পাশাপাশি দ্বিগুণ সময় অপচয় হচ্ছে। বর্তমান সরকার রেলওয়ের ব্যপক উন্নতি করছে উল্লেখ করে, এই বিশ্লেষক বলেন স্থানীয় স্টেশন বন্ধ রেখে উন্নয়ন সম্ভব নয়।

চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাছির উদ্দিন বলেন,লোকবলের সংকটের কারনে স্টেশনগুলো বন্ধ রয়েছে। জনবলনিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।আগামী দু’তিন মাসের মধ্যে কয়েকটি স্টেশন চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলোর মধ্যে রয়েছে- দৌলতগঞ্জ, খিলা, বিপুলাসার, নাওটি, আলী শহর, ময়নামতি, রাজাপুর, শাহতলী, মৈশাদী, বলাখাল ও শাহরাস্তি। এছাড়া আরও ৩ থেকে ৪টি স্টেশন বন্ধ হওয়ার পথে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads