• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সরিষাবাড়ীবাসী পেল এসি ট্রেন

ছবি: বাংলাদেশের খবর

যোগাযোগ

সরিষাবাড়ীবাসী পেল এসি ট্রেন

  • সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০২০

সরিষাবাড়ী উপজেলাবাসী পেল নতুন এসি ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এটি উদ্বোধন করেন। ‘জামালপুর এক্সপ্রেস’ নামে ট্রেনটি জেলায় দ্বিতীয় এসি ট্রেন হলেও সরিষাবাড়ী উপজেলাবাসী দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রথমবারের মতো নতুন এসি ট্রেন সুবিধা পেল। এছাড়া সরিষাবাড়ী থেকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশন হয়ে লিঙ্ক রেলরুটে সরাসরি ঢাকাগামী প্রথম ট্রেন এটি। ট্রেন উদ্বোধন উপলক্ষে জামালপুর রেলওয়ে জংশন ও সরিষাবাড়ী মতিয়র রহমান তালুকদার রেলওয়ে স্টেশনে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মতিয়র রহমান তালুকদার রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, এএসপি শিবলি সাদিক, ইউএনও শিহাব উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।

রেলওয়ে সূত্র জানায়, ৬২০ আসনের ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনে ১১০টি এসি সিট ও ৫১০টি শোভন চেয়ার রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ১০টা ৩০ মিনিটে জামালপুরের উদ্দেশে ছেড়ে আসবে। ট্রেনটি টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশন হয়ে সরিষাবাড়ী স্টেশনে বিকাল ৩টা ১৩ মিনিটে ও জামালপুর জংশনে বিকাল ৪টা ৫ মিনিটে পৌঁছবে। জামালপুর জংশন থেকে বিকাল ৫টা ৪৫ মিনিটে ও সরিষাবাড়ী স্টেশন থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রওনা করে পুনরায় বঙ্গবন্ধু সেতু (পূর্ব) ও টাঙ্গাইল স্টেশন হয়ে ট্রেনটি রাত ১১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছবে। ঢাকা থেকে জামালপুর ও সরিষাবাড়ী পর্যন্ত প্রতিটি এসি সিট ৩৮৬ টাকা ও শোভন চেয়ার ২০০ টাকা করে মূল্য নির্ধারণ করা হয়েছে। এটি প্রতি রোববার সাপ্তাহিক বন্ধ থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads