• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কাজ না শেষ হতেই ব্রীজে ফাটল!

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

চলছে উদ্বোধনের প্রস্তুতি

কাজ না শেষ হতেই ব্রীজে ফাটল!

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মার্চ ২০২০

লালমনিরহাটের হাতীবান্ধায় ৪২ মিটার একটি ব্রীজের নির্মাণ কাজ ৩ বছরেও শেষ হয়নি। ওই ব্রীজের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও উঠেছে। নির্মাণ কাজ শেষ না হলেও তরিঘরি করে ব্রীজটি উদ্বোধনের প্রস্ততি নেয়া হয়েছে। কাজ শেষ না করেই উদ্বোধনের তারিখ নির্ধারণ করায় এলাকার লোকজনের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের তালেব মোড় হতে দোয়ানী যাওয়ার মাঝ পথে ৪২ মিটার একটি ব্রীজ নির্মাণ করছে এলজিইডি। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর ব্রীজের কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। ৩ বছর ২ মাসেও শেষ হয়নি ব্রীজের নির্মাণ কাজ। এ ছাড়া নিম্নমানের কাজ হওয়ায় ব্রীজের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ব্রীজটির নির্মাণ কাজ শুরু হওয়ার দুই মাস পর ঠিকাদার রব্বানী কাজ না করেই চলে যান। পরে ঠিকাদারের সাথে তৎকালীন উপজেলা প্রকৌশলী অজয় কুমারের একটি সমঝোতা হয়। তখন থেকে ওই ব্রীজের কাজের ঠিকাদারী দায়িত্ব পালন করেন অজয় কুমার।

এলজিইডি সুত্রে জানা গেছে, ১ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মানাধীন এ ব্রীজ নির্মাণ কাজ শেষ না হলেও ইতোমধ্যে সব শেষ বিল উত্তোলন করা হয়েছে। নির্মাণ কাজ শেষ না করেই আগামী ১৯ মার্চ স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এ ব্রীজের উদ্বোধন করবেন বলে তার সফর সুচীতে জানা গেছে।

তবে এ বিষয়ে একাধিক বার যোগাযোগ করেও হাতীবান্ধার সাবেক উপজেলা প্রকৌশলী অজয় কুমার ও ঠিকাদার রব্বানীর বক্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা উপজেলা প্রকৌশলী নজীর হোসেন বলেন, ব্রীজের নির্মাণ কাজ এখনো অনেক বাকি রয়েছে। নির্মাণ কাজ শেষ না করেই কি ভাবে ব্রীজের উদ্বোধন হয় তা আমার জানা নেই। আমি এ বিষয়ে স্থানীয় এমপি’র সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করবো ।

স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ওই এলাকায় এম পি সাহেবের কয়েকটি অনুষ্ঠান থাকায় ব্রীজটি উদ্বোধনের প্রোগ্রাম করা হয়েছে। এলজিইডি’র সাথে কথা বলে যদি ব্রীজের নির্মাণ কাজ শেষ না হয়ে থাকে তাহলে উদ্বোধন করা হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads