• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
পদ্মা সেতুর সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান 

ফাইল ছবি

যোগাযোগ

পদ্মা সেতুর সাড়ে ৪ কিলোমিটার দৃশ্যমান 

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মে ২০২০

পদ্মা সেতুর ৩০তম স্প্যান স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সেতুর সাড়ে ৪ কিলোমিটার অবকাঠামো দৃশ্যমান হলো।  শনিবার সকাল  ৯.৪৫ দিকে পদ্মা সেতুর ৩০তম স্প্যান বসানো হয়।

এর আগে, শুক্রবার সকাল মুন্সীগঞ্জর লৌহজং উপজলার মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থক ৩০তম স্প্যান নিয় রওনা হয় ভাসমান ক্রন তিয়ান-ই। সকাল সাড় ৯ টার দিক ১৫০ মিটার দর্ঘ্য ফাইভ-ভি নাম স্প্যান নিয় রওনা হয় ভাসমান ক্রেন। এরআগ গেল ৪ মে সতুর ২৯তম বসানা হয়ছিল।

পদ্মা সতুর নির্বাহী প্রকশলী দওয়ান আব্দুল কাদের জানান, শনিবার সকালের দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২৬ ও ২৭ নম্বর পিলারর উপর ৩০তম স্প্যান বসানো হয়। শুক্রবার সকাল তিয়ান-ই নাম ভাসমান ক্রন ৩ হাজার ১৫০ টন ওজনর স্প্যানটি নিয় রওনা হয় জাজিরা প্রান্তে পিলারর উদ্দশ্য। 

তিনি আরা জানান, ফাইভ-এ নাম ৩১তম স্প্যানও বসানার অপেক্ষায় রয়েছে। আগামী মাসের যে কোনো দিন ৩১তম স্প্যান বসানো হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালর ডিসেম্বর পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূলসতু নির্মাণর জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি ঠিকাদারী প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads