• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

যোগাযোগ

বাস ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ মে ২০২০

করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর সীমিত আকারে গণপরিবহন চালুর সিদ্ধান্ত আসার পর বাসের ভাড়া ৮০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বিআরটিএ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)গণপরিবহণ ভাড়া নির্ধারণ কমিটি এ সুপারিশ করেছে বলে নিশ্চিত করেছেন বিআরটিএ চেয়ারম্যান ইউসূব আলী মোল্লা। খবর ইউএনবির।

তিনি বলেন, ‘৫০ শতাংশ কম যাত্রী পরিবহনের শর্তে বাসের বর্তমান ভাড়া থেকে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছে বিআরটিএ। করোনাকালীন সময়ের জন্য ছোট বড় সকল বাসের জন্য এ ভাড়া বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে।’

তবে এ বিষয়ে মন্ত্রণালায় চুড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলেও জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads