• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
স্বাস্থ্যবিধি মেনে দেওয়ানগঞ্জ থেকে যাত্রা শুরু করল তিস্তা এক্সপ্রেস

প্রতিনিধির পাঠানো ছবি

যোগাযোগ

স্বাস্থ্যবিধি মেনে দেওয়ানগঞ্জ থেকে যাত্রা শুরু করল তিস্তা এক্সপ্রেস

  • জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ জুন ২০২০

স্বাস্থ্যবিধি মেনে দেওয়ানগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করলো আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি । দীর্ঘ  ৭০ দিন পরে এই ট্রেনটি বুধবার নতুন করে যাত্রা শুরু করে।

দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে গত  মার্চ মাসের ২৫ তারিখে অন্যান্য স্থানের মতো এই স্টেশনের সমস্ত ট্রেন বন্ধ হয়ে যায়।  দীর্ঘ দুই মাস দশ দিন পরে ফের চালু হলো দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এই তিস্তা ট্রেনটি । এক সিট পরপর দূরত্ব বজায় রেখে সিট বরাদ্দ দেওয়া হয় । ৫৯টি সিটের যাত্রী নিয়ে এই স্টেশন থেকে বুধবার ট্রেনটি যাত্রা শুরু করে ।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার নেতৃত্বে এক মোবাইল কোর্ট অভিযানে নামে যাত্রীদের স্বাস্থ্য বিধি এবং অন্যান্য সামাজিক দূরত্বের প্রত্যেকটি বিষয় নিশ্চিত হয়ে যাত্রীদেরকে ট্রেনে ওঠার অনুমতি দেয়া হয় । 

এ সময়  দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এবং দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, জিআরপি পুলিশ সহ দেওয়ানগঞ্জ রেলস্টেশন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads