• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
অভ্যন্তরীণ রুটে বিমানের ১০ ও ১১ জুনের ফ্লাইটও বাতিল

ফাইল ছবি

যোগাযোগ

অভ্যন্তরীণ রুটে বিমানের ১০ ও ১১ জুনের ফ্লাইটও বাতিল

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১০ জুন ২০২০

যাত্রী না পাওয়ায় অভ্যন্তরীণ তিনটি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধবার এবং বৃহস্পতিবারের ফ্লাইটও বাতিল করেছে কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ১০ দিনে মাত্র দুটি ফ্লাইট অপারেট করেছে। যাত্রী সংকটের কারণে অন্য সব ফ্লাইটই বাতিল করেছে।’ খবর ইউএনবির।

তিনি বলেন, অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হওয়ার প্রথম দিন ১ জুন তিনটি রুটে আসা-যাওয়া মিলিয়ে ১২ ফ্লাইট যাওয়ার কথা থাকলেও আমরা দুটি ফ্লাইট অপারেট করতে পেরেছিলাম। যাত্রী না পাওয়ায় এরপর আর ফ্লাইট যায়নি।

‘যাত্রী না থাকার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে।আবার যাত্রী পাওয়া সাপেক্ষে ফ্লাইট চালানো হবে,’ যোগ করেন তিনি।

তাহেরা খন্দকার জানান, তিনটি রুটের প্রতিটি রুটে সকাল বিকাল দুটি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ।তিনটি রুটে দুটি করে ফ্লাইট হলে আসা-যাওয়া নিয়ে মোট ১২টি ফ্লাইট পরিচালনা কথা প্রতিদিন।

প্রসঙ্গত, ১ জুন থেকে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-সৈয়দপুর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ঢাকা-যশোর-ঢাকা অভ্যন্তরীণ রুটে বৃহস্পতিবার থেকে ফ্লাইট শুরু করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads