• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহন

ফাইল ছবি

যোগাযোগ

পদ্মায় তীব্র স্রোত ও নাব্যতা সংকট ফেরি চলাচলে বিঘ্ন

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় পাঁচ শতাধিক যানবাহন

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ জুলাই ২০২০

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে পানির তীব্র স্রোত ও নাব্যতা সংকটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। বিকল্প চ্যানেল দিয়েও পুরো লোড নিয়ে ফেরি চলাচল করতে পারছে না। এতে শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকা পড়েছে দক্ষিণবঙ্গগামী পাঁচ শতাধিক পণ্য ও যাত্রীবাহী যানবাহন। বৃহস্পতিবার সকাল থেকেই এসব যানবাহন পারাপারের অপেক্ষায় দেখা গিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা । তবে ফেরিতে অল্প সংখ্যক যানবাহন নিয়ে পারি দিতে হচ্ছে। দিনে সীমিত সংখ্যক যানবাহন নিয়ে ফেরি চলাচল করলেও রাতে ড্রাম ফেরিগুলো বন্ধ রাখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) প্রফুল্ল চৌহান জানান, গত জুন থেকে পদ্মায় প্রবল স্রোত ও নাব্যতা সংকট দেখা দিয়েছে। যার ফলে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে জুনে বিকল্প চ্যানেল খুলে দেওয়া হলেও সে রুটেও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বেশ কিছুদিন পুরানো রুট দিয়ে শিমুলিয়াঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাটে ফেরি যেতো। আর নতুন বিকল্প চ্যানেল দিয়ে ফেরি কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়াঘাটে আসতো। কিন্তু নাব্যতা সংকটে এখন শুধু বিকল্প চ্যানেল দিয়েই ফেরি চলাচল করতে হচ্ছে। এদিকে এ সমস্যার কারণে সীমিত সংখ্যক যানবাহন দিয়ে ফেরি চলাচল রাখতে হয়েছে। অল্প সংখ্যক যানবাহন নিয়ে ফেরি চলাচল করায় ঘাটে সহস্রাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads