• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
১৬ আগস্ট থেকে চলবে ৬ জোড়া আন্তঃনগর ট্রেন

ফাইল ছবি

যোগাযোগ

১৬ আগস্ট থেকে চলবে ৬ জোড়া আন্তঃনগর ট্রেন

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ আগস্ট ২০২০

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৪ মাস ২১ দিন পর অর্থাৎ ১৪৩ দিন বন্ধের পর আগামী ১৬ আগস্ট থেকে রেলওয়ের পাকশি বিভাগীয় দপ্তরের আওতাধীন ৬ জোড়া আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন আবারও ছুটবে দেশের বিভিন্ন প্রান্তে।

রেলভবনের সিদ্ধান্ত মতে মহামারি নভেল করোনা ভাইরাস দুর্যোগ পরিস্থিতিতে অনলাইন টিকিটিংয়ের মাধ্যমেই স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে এসব ট্রেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (১৬ আগস্ট) থেকে চালু হতে যাওয়া পশ্চিমাঞ্চল রেলের (সম্ভাব্য) ট্রেনগুলো হচ্ছে, রাজশাহী-ঢাকা রাজশাহী রুটের আন্তঃনগর (৭৫৯/৭৬০),পদ্মা এক্সপ্রেস, খুলনা-ঢাকা- খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬),পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটের একতা এক্সপ্রেস (৭০৫/৭০৬), রাজশাহী -চিলাহাটি-রাজশাহী রুটের চিলাহাটি এক্সপ্রেস (৭৩৩/৭৩৪), খুলনা-চিলহাটি-খুলনা রুটের সীমান্ত এক্সপ্রেস (৭৪৭/৭৪৮), গোপালগঞ্জের-গোবরা-রাজশাহী-গোবরা টুঙ্গিপাড়া এক্সপ্রেস(৭৮৩/৭৮৪)।

যাত্রীদের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে অনলাইন টিকিটিংয়ের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে এসব ট্রেন। তবে সকল স্ট্যান্ডিং টিকিট বিক্রি বন্ধ থাকবে। ট্রেনে খাবার সরবরাহ বন্ধ থাকবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads