• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
পাটুরিয়া ঘাট সমস্যা: ফেরিপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন 

ছবি: বাংলাদে্শের খবর

যোগাযোগ

পাটুরিয়া ঘাট সমস্যা: ফেরিপারের অপেক্ষায় ৫ শতাধিক যানবাহন 

  • শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০২০

পাটুরিয়ায় দুটি ঘাটে সমস্যার কারণে ফেরি লোড-আনলোডে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে ১৮টি ফেরি দিয়েও যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আজ  মঙ্গলবার শুধু পাটুরিয়া ঘাটেই ৫ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির সূত্রে জানা যায়,  নাব্য সংকটের কারণে পাটুরিয়া ঘাটের সামনে গত কয়েক সপ্তাহ ধরে ড্রেজিং চলছে। ড্রেজিং এর কারণে ১ নং ঘাট পুরোপুরি ও ৪ নং ফেরি ঘাটের আংশিক বন্ধ থাকায় ফেরি লোড-আনলোডে সময় বেশি লাগছে। ফলে এ প্রান্তে পারের অপেক্ষমান যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার ঘাট এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়,  টার্মিনালগুলো অপেক্ষমান ট্রাকে পরিপূর্ণ। পাটুরিয়া ঘাট সংযোগ সড়কের চৌরাস্তা মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার ছোট গাড়ি ও যাত্রীবাহী বাসের লাইন রয়েছে। এই সড়কের উথলী মোড় থেকে আরিচা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ ট্রাকের সারি রয়েছে। শুধু ছোট গাড়িসহ যাত্রীবাহী যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে পার করায় বিকেল নাগাদ ট্রাকগুলো ফেরিতে বুকিং পাচ্ছিল না। ফলে অপেক্ষমান ট্রাকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে দেখা যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘাটমুখী ট্রাকগুলোকে উথলীতে আটকিয়ে আরিচামুখী সড়কে লাইনে দাঁড় করিয়ে রাখে। পাটুরিয়া ঘাটে সবমিলিয়ে ৫ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে।                

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের কর্মকর্তা মহিউদ্দিন রাসেল জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে অচলাবস্থা থাকায় ছোট গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া ঘাটে সোমবার রাত থেকে যানবাহনের আধিক্য দেখা দিয়েছে। এছাড়া, ঘাটের সামনে নৌ-চ্যানেলে ড্রেজিং চলায় লোড-আনলোডে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।  ছোট-বড় মিলিয়ে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।    

বিআইডব্লিউটিএর অফিস সূত্রে জানা যায়, পাটুরিয়া ঘাটের সম্মুখে নাব্য সংকট কাটাতে ড্রেজিং অব্যাহত রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads