• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

যোগাযোগ

কাল থেকে সিলেট রেলরুটে নতুন কোচ দিয়ে চলবে উপবন-জয়ন্তিকা

  • আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০২০

সিলেট-ঢাকা-সিলেট রেলরুটে নতুন ইন্দোনেশিয়ান লাল-সবুজ কোচ দিয়ে আগামীকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে চলাচল করবে আন্ত:নগর উপবন-জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন। শ্রীমঙ্গল রেলস্টেশন সুত্রে এ তথ্য জানা গেছে।

সিলেট রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান জানান, নতুন উপবন-জয়ন্তিকা ট্রেন ১৪ টি লাল-সবুজ নতুন কোচ দ্বারা পরিচালিত হবে। এতে এসি কেবিন কোচ ১ টি, এসি চেয়ার কোচ ২টি, শোভন চেয়ার কোচ ৭টি, পাওয়ার কার ও খাবার গাড়ি ২ টি ও গার্ড ব্রেক থাকবে ২টি।

শ্রীমঙ্গল রেলস্টেশন সুত্র জানায়, উপবন ট্রেনটিতে মোট আসন থাকবে ৬৩৮টি। এরমধ্যে এসি সিট থাকবে ১৮টি, এসি চেয়ার (স্নিগ্ধা) ১১০ টি ও শোভন চেয়ার সিট থাকবে ৫১০টি।

অপরদিকে জয়ন্তিকা ট্রেনে মোট আসন সংখ্যা রয়েছে ৬৫৩ টি। এরমধ্যে এসি সিট থাকবে ৩৩ টি, এসি চেয়ার (স্নিগ্ধা) থাকবে ১১০ টি ও শোভন চেয়ার সিট থাকবে ৫১০ টি। 

উপবন-জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে নতুন লাল-সবুজের ইন্দোনেশিয়ান কোচ সংযোজনের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের একটি দাবি পুরণ হতে চলেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads