• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

যোগাযোগ

সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২১

নৌ দুর্ঘটনার একটি মামলায় লঞ্চের দুই মাস্টারকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে সারাদেশে কর্মবিরতি শুরু করেছে যাত্রীবাহী লঞ্চের শ্রমিকরা। এরিমধ্যে ঢাকা, চাঁদুপর ও বরিশাল ঘাট থেকে সরিয়ে নেয়া হয়েছে যাত্রীবাহী লঞ্চ।

আজ সোমবার দুপুর ২টা থেকে হঠাৎ করেই ঢাকা-বরিশালসহ দেশের সব দূরপাল্লা রুটে নৌযান ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা।

পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-বরিশালসহ দেশের সব রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু গণমাধ্যমকে জানান, মাস্টারের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় নৌ শ্রমিকরা পূর্ব ঘোষণা ছাড়াই লঞ্চ বন্ধ করে দিয়েছেন। তারা লঞ্চগুলো ঘাটের ওপর পাড়ে নিয়ে গেছে। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে। আশা করি খুব শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads