• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

যোগাযোগ

বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২১

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরিসহ সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরি মাঝ পদ্মায় নোঙর করে আছে।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভোর পাঁচটা থেকে এই রুটে নৌ-যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্র।

সূত্র বলছে, ভোরের দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেল নদীর দিক নির্ণয় করা যাচ্ছিল না। তাই ফেরিসহ লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভোজন সাহা বলেন, ভোরে কুয়াশা পড়লে পদ্মা নদীতে দিক নির্ণয় করতে ফেরিগুলোর চালকরা ব্যর্থ হয়। তাই দুর্ঘটনা এড়াতে এই রুটে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রাখা হয়। এমনকি ঘাট থেকে ছেড়ে যাওয়া ফেরিগুলো মাঝ পদ্মায় নোঙর করে আছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads