• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গণপরিবহনে অর্ধেক যাত্রী নিতে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর প্রস্তাব

সংগৃহীত ছবি

যোগাযোগ

গণপরিবহনে অর্ধেক যাত্রী নিতে ৬০ ভাগ ভাড়া বাড়ানোর প্রস্তাব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০২১

দেশে করোনা সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব নিশ্চিতে গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক  যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনা বাস্তবায়নে পরিবহন মালিকরা ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আর পরিবহন মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ভাড়া বাড়ানোর প্রস্তাবনা পাঠিয়েছে বিআরটিএ। মন্ত্রণালয় অনুমোদন দিলে গণপরিবহনে বাড়তি ভাড়া কার্যকর হবে।

সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএ। বৈঠকে বাস-মিনিবাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা হয় বলে বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সীতাংশু শেখর বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্যাহ। প্রথম আলোকে তিনি বলেন, সরকার যেই সিদ্ধান্ত দেবে, মালিক-শ্রমিকেরা তা পালন করবেন।

দেশে গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর সিদ্ধান্ত দিয়েছিল সরকার। দুই মাস সেভাবেই চলেছিল গণপরিবহন। তখনো বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছিল। 

করোনা সংক্রমণ বাড়তে থাকায় আজ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর এক দফায় বলা হয়েছে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, আপাতত দুই সপ্তাহের জন্য গণপরিবহনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হবে।

বিআরটিএর সঙ্গে মালিক-শ্রমিকদের বৈঠকে বাস ও মিনিবাসে চালক, সহকারী ও যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়েছে। বাসে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads