• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

ফাইল ফটো

অপরাধ

কুমিল্লায় এইচএসসির ভুয়া প্রশ্নপত্র বিক্রির দায়ে যুবক গ্রেফতার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৮

এইচএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে কুমিল্লায় এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রোববার র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।

এতে বলা হয়, এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলার মুরাদনগর উপজেলার ধামগড় এলাকায় অভিযান চালায় র্যাব। এ ঘটনায় নিজ বাড়ি থেকে কৃষ্ণচন্দ্র ভৌমিকের ছেলে কৃমেল ভৌমিককে গ্রেফতার এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সে মোবাইল ফোনের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ২০১৮ সালে এইচএসসির ভুয়া প্রশ্নপত্র পরীক্ষার্থীদের কাছে বিতরণের কথা স্বীকার করে। কুমিল্লার মুরাদনগর থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads