• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

ছবি : সংগৃহীত

অপরাধ

আসামি ধরতে নদীতে ঝাঁপ

২০ ঘণ্টা পর পুলিশ সদস্যের মরদেহ লাশ উদ্ধার

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল ২০১৮

আসামি ধরতে মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ পুলিশ কনস্টেবল শাহীনুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর গতকাল শুক্রবার দুপুরে নদীর জয়নগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। শাহীনুর গাজীপুর জেলার গোহাইলবাড়ী গ্রামের অহিদুর রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত ছিলেন।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ সদরের গিলন্ড গ্রামের মাদক ব্যবসায়ী সালামকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তিনি জয়নগর এলাকায় কৌশলে দৌড় দিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে তাকে ধরার জন্য পুলিশ সদস্য শাহীনও নদীতে ঝাঁপ দেন। মাদক ব্যবসায়ী সালাম সাঁতরে পালিয়ে গেলেও নিখোঁজ হন কনস্টেবল শাহীন। পরে খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও ঢাকার ৫ ডুবুরি অভিযান চালান। টানা ২০ ঘণ্টা অভিযান শেষে শুক্রবার দুপুর দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহীনুর রহমান দেড় বছর আগে মানিকগঞ্জ সদর থানায় যোগ দেন। তিনি এক সন্তানের বাবা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads