• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

বন্দুকযুদ্ধে পনের মামলার আসামি নিহত

ছবি: প্রতিকী

অপরাধ

সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ১৫ মামলার আসামি নিহত

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ এপ্রিল ২০১৮

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পনের মামলার আসামি নিহত হয়েছে। নিহত নবাব আলী ওই উপজেলার বকচরা গ্রামের মুজিব মোল্লার ছেলে।
রোববার ভোর চারটার দিকে সদর উপজেলার আবাদেরহাট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান, সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহমেদ
এ সময় কনস্টেবল আশিক ও কনস্টেবল তুহিন আহত হয় বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চুরি, স্বর্ণ চোরাচালানসহ ১৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে পুলিশ জানায়।

ওসি মারুফ বলেন, বকচরা এলাকায় নবারের অবস্থানের খবরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

“পুলিশও পাল্টা গুলি করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নবাবের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।”

ঘটনাস্থল একটি বিদেশী পিস্তল, গুলি ও চারটি রামদা উদ্ধারের কথাও জানায় পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads