• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ফাইল ছবি

অপরাধ

বান্ধবী নিয়ে ঘুরতে গিয়ে ছাত্রলীগকর্মী আহত

  • চবি প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ এপ্রিল ২০১৮

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ছাত্রলীগকর্মী সাজ্জাদ হোসেন শাওন। গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় বান্ধবী নিয়ে ঘুরতে গেলে তার ওপর এই হামলা হয়। মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত শাওন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া তিনি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক বিজয় গ্রুপের নেতা আবু সাঈদের অনুসারী।

জানা যায়, শাওন শনিবার সন্ধ্যায় তার বান্ধবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় ঘুরতে যান। এ সময় আজ্ঞাত চার-পাঁচ যুবক শাওনের ওপর হামলা করে। তারা শাওনের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আহত শাওনকে  উদ্ধার করে প্রথমে চবি মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাথায় আঘাত গুরুতর হওয়ায় পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে পাঠানো হয়।

এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় আবু সাঈদের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। ১০ মিনিট পর পুলিশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তালা খুলে দেয়।

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ড. মোহাম্মদ টিপু সুলতান বলেন, শাওনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads