• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

নরসিংন্দিতে বিকাশের ১৩ লাখ টাকা ছিনতাই

প্রতীকী ছবি

অপরাধ

নরসিংদীতে ফের বিকাশের ১৩ লাখ টাকা ছিনতাই

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে ২০১৮

নরসিংদীতে ফের বিকাশের বিক্রয়কর্মীকে পিটিয়ে অস্ত্রের মুখে ১৩ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলার মনোহরদী উপজেলার কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে ২ এপ্রিল জেলার শিবপুর উপজেলার সৈয়দনগর থেকে একই কায়দায় বিকাশের বিক্রয়কর্মীদের কাছ থেকে সাত লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল।

বিকাশ নরসিংদীর ব্যবস্থাপক অঞ্জন দাস পুলক জানান, বেলা সোয়া ১১টার দিকে বিকাশের মনোহরদী অফিস থেকে বিক্রয়কর্মী জুয়েল মিয়া মোবাইল ব্যাংকিংয়ের টাকা প্রদানের জন্য নগদ ১৩ লাখ টাকা নিয়ে উপজেলার খিদিরপুরের উদ্দেশে বের হন। তার মোটরসাইকেলটি ঢাকা-মঠখোলা সড়কের কোনাবাড়ী নামক স্থানে পৌঁছলে পেছন থেকে একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকার থেকে চার ব্যক্তি অস্ত্র নিয়ে নামলে তা দেখে বিক্রিয়কর্মী জুয়েল দৌড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু ছিনতাইকারীরা পিছু ধাওয়া করে তাকে ধরে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে অস্ত্রের মুখে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে যায়।

বিকাশের নরসিংদীর ডিলার বিডি সেলের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম সোহেল বলেন, এর আগে ২ এপ্রিল সৈয়দনগর থেকে একই কায়দায় বিকাশের সাত লাখ টাকা ছিনতাই হয়। এ ছাড়া ২২ এপ্রিল নরসিংদী পুলিশ লাইনের সামনে থেকে বিকাশের এক বিক্রয়কর্মীর ব্যাগ ছিনতাই হয়। যদিও সেই ব্যাগে টাকা ছিল না। আমাদের ধারণা, সবগুলো ঘটনা একই সূত্রে গাঁথা। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে আর এমন ঘটনা ঘটতেই থাকলে আমাদের ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়বে।

মনোহরদী থানার ওসি ফখরুদ্দিন ভূইয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা করছে। আশা করি শিগগির আমরা টাকা উদ্ধার ও আসামিদের গ্রেফতার করতে পারব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads