• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ডলারসহ পাচারকারী আটক

প্রতীকী ছবি

অপরাধ

বেনাপোলে ৪০ হাজার ডলারসহ আটক ১

  • বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মে ২০১৮

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আবারো বৈদেশিক মুদ্রা পাচারের ঘটনায় এনামুল হক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে ৪০ হাজার মার্কিন ডলারসহ ওই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা। বরিশালগামী এমএম পরিবহনে যাত্রীবেশে সে ওই ডলার পাচার করছিল। এনামুল হক নড়াইল জেলার কালিয়া থানার খাসিয়াল গ্রামের মৃত শেখ আবু বক্কারের ছেলে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, এনামুল নামে এক যাত্রী বরিশালগামী একটি পরিবহনে করে ডলার পাচার করছে বলে গোপন সংবাদ পেয়ে বাসটি বিজিবি চেকপোস্টে এলে তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। পরে তার দেহে তল্লাশি করে ৪০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। বৈদেশিক মুদ্রা পাচারের মামলা দিয়ে আটক এনামুলকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ৭ মে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ১৬ হাজার ৯০০ মার্কিন ডলারসহ বিল্লাল হোসেন (২৬) নামে এক পাচারকারীকে আটক করেন বিজিবি সদস্যরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads