• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
‘পালাতে গিয়ে’ পুলিশের গুলিতে যুবক আহত

রাজধানীর জুরাইন

সংরক্ষিত ছবি

অপরাধ

‘পালাতে গিয়ে’ পুলিশের গুলিতে যুবক আহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মে ২০১৮

রাজধানীর জুরাইন এলাকায় পুলিশের গুলিতে রাজন ওরফে কানা রাজন (২৫) নামে এক যুবক আহত হয়েছে। পুলিশের দাবি, গুলিবিদ্ধ যুবক ছিনতাইকারী। সে পালাতে গিয়ে ছিনতাইকারী চক্র ও পুলিশের গোলাগুলির মাঝখানে পড়ে পায়ে গুলিবিদ্ধ হয়। গত সোমবার রাত ২টার দিকে জুরাইন কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

শ্যামপুর থানার এসআই হুমায়ুন জানান, ছিনতাইয়ের অপরাধে সোমবার রাতে পোস্তগোলা আল আমিন রিং রোলিংয়ের সামনে থেকে রাজনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে পলাতক সহযোগীদের গ্রেফতার ও লুকানো আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য রাত সোয়া ১টার দিকে জুরাইন কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজনের দেখানো কবরস্থান গেটের পাশে মাটির নিচে পলিথিনে মোড়ানো একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্র-গুলি নিয়ে রাত সোয়া ২টার দিকে থানায় ফেরার পথে রাজনের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুড়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সুযোগে পুলিশকে কিল-ঘুষি মেরে পালাতে গিয়ে উভয়ের গোলাগুলির মাঝখানে পড়ে পায়ে গুলিবিদ্ধ হয় রাজন। এ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। এসআই আরো জানান, এ ঘটনায় মো. নূর আলম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads