• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
মাদকবিরোধী অভিযানে সারা দেশে নিহত আরো ১০

বন্দুকযুদ্ধের প্রতীকী ছবি

অপরাধ

মাদকবিরোধী অভিযানে সারা দেশে নিহত আরো ১০

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ মে ২০১৮

চলমান মাদকবিরোধী অভিযানের সময় 'বন্দুকযুদ্ধে' সারা দেশে আট জেলায় আরো ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় একজন, নেত্রকোণায় দুইজন, সাতক্ষীরা, ময়মনসিংহ, ঝিনাইদহ, কুমিল্লা ও শেরপুরে একজন করে মোট ১০ জন।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে এসব বন্দুকযুদ্ধ ও গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। 

মাদকবিরোধী অভিযানে বিভিন্ন জেলায় গত ছয় দিনে ৫৫ জনের মৃত্যু খবর পাওয়া গেলো। 

নিহতদের মধ্যে সবাই মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেছে আইনর্শঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ জানিয়েছে, মধ্যে কারও কারও বিরুদ্ধে মাদক আইনে থানায় একাধিক মামলাও রয়েছে। 

তাছাড়া কক্সবাজারের মহেশখালী ও হিমছড়িতে মাদক বিক্রেতাদের নিজেদের মধ্যে গোলাগুলিতে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য এইসকল বন্দুকযুদ্ধের যে বিবরণ আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে আসছে, তা মোটামুটি প্রায় সবই একই রকম। তাদের দাবি, অভিযানের সময় মাদক চক্রের সদস্যরা গুলি চালালে পাল্টা গুলিবর্ষণ হয়, তাতেই এদের মৃত্যু ঘটে। তবে নিহতদের পরিবারের অভিযোগ, ধরে নিয়ে হত্যা করছেন তাদের স্বজনদের। এদিকে, মানবাধিকার সংগঠনগুলো এসব ঘটনাকে বিচারবহির্ভূত হত্যা হিসেবে বর্ণনা করে তা বন্ধের দাবি জানিয়ে আসছে। হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন মানবাধিকারকর্মীরা।
অন্যদিকে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, মাদকের সঙ্গে জড়িত যেই হোক, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads