• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলরসহ নিহত আরো ১১

‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলরসহ নিহত আরো ১১

প্রতীকী ছবি

অপরাধ

‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলরসহ নিহত আরো ১১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ মে ২০১৮

 

 

চলমান মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ দেশের ১১ জেলায় আরো ১১ জন নিহত হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত মাদক চোরাকারবারি ও বিক্রেতাদের সঙ্গে এসব বন্দুকযুদ্ধ হয়। এ ছাড়া মাদক বিক্রেতাদের অভ্যন্তরীণ গোলাগুলিতে কেউ কেউ নিহত হয়েছে বলেও দাবি পুলিশের। র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কক্সবাজারের টেকনাফে একজন পৌর কাউন্সিলর নিহত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চট্টগ্রামের সীতাকুণ্ড, খুলনার দিঘলিয়া, বাগেরহাটের চিতলমারী, চাঁদপুরের মতলব, কুষ্টিয়া, নোয়াখালীর সোনাইমুড়ী ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একজন করে নিহত হয়। এ ছাড়া ময়মনসিংহে ডিবি পুলিশের সঙ্গে একজন এবং ঝিনাইদহের শৈলকূপা ও মেহেরপুরের গাংনীতে একজন করে নিজেদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে পুলিশের দাবি। এ নিয়ে চলমান অভিযানে নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে। আমাদের ব্যুরো অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর :

চট্টগ্রাম : সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী রেহান উদ্দিন নিহত হয়। রেহান সীতাকুণ্ড উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মালাউল হকের ছেলে। গত শনিবার রাত ১টার দিকে সীতাকুণ্ডের নড়ালিয়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত (বিশেষ শাখা) মহিউদ্দীন মাহমুদ সোহেল জানান, নড়ালিয়া বেড়িবাঁধ এলাকায় পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও মাদক উদ্ধার করতে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে রেহান উদ্দিন নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃতরা হলেন, জাফর, সুমন ও ইউসুফ।

খুলনা : দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী আবুল কালাম মোল্লা নিহত হয়েছে। নিহত কালামের বাড়ি যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা গ্রামে। গত শনিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ জানায়, তার বিরুদ্ধে মাদক আইনে ৫টি মামলা রয়েছে। কালাম বারাকপুর গ্রামে তার ভগ্নিপতির বাড়িতে আত্মগোপন করে ছিল। ১০০ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী বারাকপুর নদীর কূলে শ্মশান ঘাটে মাদক উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে কালাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

বাগেরহাট : চিতলমারীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গতকাল শনিবার রাতে মাদক ব্যবসায়ী মিতুন বিশ্বাস নিহত হয়েছে। নিহত মিতুন চিতলমারী উপজেলার চিংগুরি গ্রামের খোকা বিশ্বাসের ছেলে। চিতলমারী থানার ওসি অনুকূল বিশ্বাস জানান, মাদক সম্রাট মিতুনকে আটক করার পর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশের একটি দল মাদক উদ্ধারের জন্য তার বাড়ির দিকে রওনা হয়। এ সময় লুৎফর মিলিটারির বাড়ির সামনে ফাঁকা জায়গায় পৌঁছালে তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মিতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। মিতুলের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে বলে জানান ওসি।

ঝিনাইদহ : শৈলকুপায় নিজেদের মধ্যে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম লিটন (৩৬) নিহত হয়েছে। সে শৈলকুপার শেখপাড়া এলাকার মোল্লাপাড়ার হাকিম মোল্লার ছেলে। গত শনিবার রাতে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে বড়দাহ জামতলায় এ ঘটনা ঘটে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদীসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল গিয়ে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেন।

ময়মনসিংহ : গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের এক যুবক নিহত হয়েছে। পজলা গোয়েন্দা পুলিশের ওসি আশিকুর রহমান বলেন, রাত দেড়টার দিকে নগরীর মরাখলা এলাকায় মাদক বিক্রেতারা মাদক ভাগাভাগি করছে বলে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক বিক্রেতারা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়।

চাঁদপুর : মতলব দক্ষিণে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী সেলিম (৩৭) নিহত হয়েছে। সে মতলব দক্ষিণ উপজেলার উপাদি ইউনিয়নের সালামত উল্লাহর ছেলে। গত শনিবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার হাজীর ডোন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে সাত মাদক মামলার আসামি সেলিমকে আটক করা হয়। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় তার সহযোগীরা পুলিশের ওপর গুলি ও হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সেলিম গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া : শহ‌রের হাউ‌জিং ডি ব্লক মা‌ঠে পু‌লি‌শের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী হা‌লিম মণ্ডল নিহত হয়ে‌ছে। নিহত হালিম বড়িয়া গ্রামের ছলিম শেখের ছেলে। গত শ‌নিবার রাত দেড়টার দিকে কুষ্টিয়া শহ‌রের হাউ‌জিং ডি ব্লক মা‌ঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ও‌সি না‌সির উ‌দ্দিন জানান, এক দল মাদক ব্যবসায়ী  উল্লিখিত জায়গায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পে‌য়ে পু‌লি‌শের একটি দল ঘটনাস্থ‌লে অভিযান চালায়। পু‌লি‌শের উপ‌স্থিতি টের পে‌য়ে মাদক ব্যবসায়ীরা পু‌লিশ‌কে লক্ষ্য করে গুলি ছো‌ড়ে। পু‌লিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে একজন গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হা‌লিম মণ্ডল তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

মেহেরপুর : গাংনীতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে হাফিজুল ইসলাম ওরফে হাফি নিহত হয়। নিহত হাফিজুল ইসলাম গাংনী ডিগ্রি কলেজপাড়া এলাকার শহীদ মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের ছেলে। গত শনিবার রাতে গাংনী উপজেলার গাঁড়াবাড়িয়া বাথান মাঠ এলাকার আমজাদ হোসেনের কচুক্ষেতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, হাফিজুল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে গাংনী থানায় একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকটি মামলায় তার সাজা হয়েছে।

নোয়াখালী : সোনাইমুড়ী উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান ওরফে ইয়াবা হাসান নিহত হয়েছে। হাসান ওই উপজেলার সোনাইমুড়ী পৌরসভার বানুয়াই গ্রামের মৃত হানিফ মিয়ার ছেলে। গত শনিবার রাত ১টার দিকে উপজেলার বগাদিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হাসান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২১টি মাদক মামলা রয়েছে। সোনাইমুড়ী থানার ওসি নাছিম উদ্দিন জানান, সোনাইমুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে সোনাইমুড়ী বাজার এলাকা থেকে হাসানকে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে নিয়ে বগাদিয়া এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে হাসানের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে তাদের গুলিতে হাসান ও তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়। পরে হাসানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও : পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম ওরফে তালেবান নিহত হয়েছে। সে রাণীশংকৈল উপজেলার ভৌরনিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। গতকাল রোববার ভোরে রাণীশংকৈল উপজেলার মীরডাঙ্গী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মীরডাঙ্গী এলাকায় অভিযানে গেলে মাদক ব্যবসায়ী তালেবানের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। এ সময় তালেবান নিহত হয়। তিনি আরো জানান, তালেবানের নামে ২০টির অধিক মাদক আইনে মামলা রয়েছে।

টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হয়েছেন। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। শনিবার রাত ১টার দিকে মেরিনড্রাইভ সড়কের নোয়াখালিয়াপাড়ায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, র্যাবের একটি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী একরামুল হকের অবস্থান জানতে পারে। মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের নোয়াখালিয়াপাড়া এলাকায় র্যাব অভিযান শুরু করে। তাদের উপস্থিতি টের পেয়ে এক দল ইয়াবা ব্যবসায়ী র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. একরামুল হক বলে শনাক্ত করে। টেকনাফ থানার ওসি রণজিত কুমার জানান, র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত একরামুল হকের মৃতদেহ পুলিশকে হস্তান্তর করেছে র্যাব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads