• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সংরক্ষিত ছবি

অপরাধ

১০ জুনের মধ্যে গার্মেন্টকর্মীদের বেতন-বোনাস দেওয়ার আহ্বান

যত দিন মাদক, তত দিন অভিযান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ মে ২০১৮

যত দিন মাদক থাকবে, তত দিন অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরকার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা মাদক নির্মূল করেই ছাড়ব।’ গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতিসংক্রান্ত বৈঠকের পর এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু অভিযান পরিচালনা করেই ক্ষান্ত নয়। যারা মাদক ব্যবসা, পরিবহন ও সরবরাহে যুক্ত— তাদের সামাজিকভাবেও বয়কট করতে হবে। এরা সমাজের শত্রু ও দেশের শত্রু। এদের বিরুদ্ধে অলআউট যুদ্ধে নেমেছি। এতে কেউ ছাড় পাবে না। ইতোমধ্যে তার দৃষ্টান্ত দেখেছেন। এ সরকারের একজন সংসদ সদস্য এখনো কারাগারে রয়েছে। আমি কারো নাম উল্লেখ করতে চাই না।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী চান দেশ মাদকমুক্ত হোক। মাদক ব্যবসায়ীকে যেই হোক, কোনো ছাড় নয়— এ ব্যাপারে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।’ এ সময় মাদকবিরোধী অভিযানটি বিশেষ অভিযান নয় বলেও উল্লেখ করেন তিনি।

মূলত বৈঠকটি ছিল গার্মেন্ট মালিকদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-কে নিয়ে। দুই সংগঠনের সভাপতিদের উপস্থিতিতে গার্মেন্ট খাতে অসন্তোষ যাতে দেখা না দেয়, সে জন্য গার্মেন্ট শ্রমিকদের বেতন ৭ জুন ও বোনাস ১০ জুনের মধ্যে পরিশোধের জন্য অনুরোধ জানানো হয়। একই সঙ্গে যানজট কমাতে আগামী ১২, ১৩ ও ১৪ জুন পর্যায়ক্রমে গার্মেন্ট শ্রমিকদের ঈদের ছুটি দিতে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, আইজিপি জাবেদ পাটোয়ারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads