• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মাদকে আন্তর্জাতিক চক্রান্ত জড়িত : সংস্কৃতিমন্ত্রী

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

সংরক্ষিত ছবি

অপরাধ

মাদকে আন্তর্জাতিক চক্রান্ত জড়িত : সংস্কৃতিমন্ত্রী

  • নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জুন ২০১৮

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, মাদকের পেছনে ষড়যন্ত্র রয়েছে। শুধু কি মাদক বিক্রেতা, ক্রেতা বা সেবনকারীরাই জড়িত, তা কিন্তু নয়। এর পেছনে আন্তর্জাতিক চক্রান্ত জড়িত। গতকাল শনিবার দুপুরে নীলফামারী শহরের প্রধান শহীদ মিনার প্রাঙ্গণে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত ‘মাদক ও জঙ্গিবাদবিরোধী’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নূর বলেন, মাদকসেবীদের জেলে ঢোকালেই সমস্যা সমাধান হবে না। এদেরকে মাদক সেবন থেকে বিরত করতে হবে। এর জন্য পরিবারের সদস্যদের জোরালো ভূমিকা থাকতে হবে। মাদকাসক্তির কারণ জানতে হবে। বুঝাতে হবে এবং সমস্যা থাকলে সমাধান করতে হবে।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা একটা সুস্থ জাতি চাই। সুস্থ পরিবেশ চাই। তা না হলে দেশটা এগোবে কীভাবে? দেশের বেশিরভাগ মানুষ ভালো না হলে, সুস্থ না হলে সুন্দর এবং সুস্থ সমাজ ও দেশ প্রতিষ্ঠা করা যায় না।

নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরী, সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সহকারী পুলিশ সুপার আলতাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ, জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর থানার ওসি বাবুল আকতার প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads