• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
৫৭ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমা

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি

সংরক্ষিত ছবি

অপরাধ

সাগর-রুনি হত্যা মামলা

৫৭ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ জুন ২০১৮

আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারো পিছিয়েছে। গতকাল রোববার তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য দিনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তা তা দাখিলে ব্যর্থ হন। এ নিয়ে ৫৭ বারের মতো এ মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল।

আদালতে র্যাবের সহকারী পরিচালক মহিউদ্দিন আহমেদ প্রতিবেদন প্রস্তুত হয়নি বলে জানান। ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক আগামী ১৭ জুলাই নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ২২ এপ্রিল আদালত প্রতিবেদন দাখিলের জন্য ৩ জুন দিন ধার্য করেছিলেন। কিন্তু এই তারিখে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি তদন্ত কর্মকর্তা।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন। তাদের খুনের ঘটনা সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে নিহত মেহেরুন রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা করেন। শুরুতে হত্যার ঘটনা তদন্তে শেরেবাংলানগর থানার এক উপ-পরিদর্শককে দেওয়া হয়। পরে স্পর্শকাতর মামলা বিবেচনায় চার দিন পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয় এর তদন্তভার। হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় ওই বছরের ১৮ এপ্রিল হাইকোর্ট মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। দায়িত্ব নেওয়ার গত পাঁচ বছরে র্যাব এই নিয়ে ৫৭ বার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি।

এই হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ আসামি ৮ জন। অন্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads