• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৬

মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

প্রতীকী ছবি

অপরাধ

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৬

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ জুন ২০১৮

রাজধানী ঢাকায় গত শনিবার রাত ও গতকাল রোববার ভোরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এদিকে মাদক ব্যবসায়ী যে-ই হোক না কেন, তাকে ছাড় নয় বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) সুমন কান্তি চৌধুরী জানান, শনিবার রাত থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭০ জনকে গ্রেফতার করে। এ সময় ৫ হাজার ৯৪৭টি ইয়াবা, এক কেজি ২০২ গ্রাম হেরোইন, ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল, ১২৫ বোতল দেশি মদ ও ৬২টি ইনজেকশন জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা করা হয়েছে।

এদিকে র‍্যাব-২ রাজধানীর তেজগাঁও এবং মোহাম্মদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে। র্যাব জানায়, রাজধানীর তেজগাঁও থানাধীন রেলওয়ে কলোনি বস্তি এলাকায় পরিত্যক্ত রেলের বগির মধ্যে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছিল। র্যাব-২-এর আভিযানিক দল সেখান থেকে ১৭ জনকে গ্রেফতার করে। এ ছাড়া র্যাব-২-এর অপর একটি আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে নয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

‘কাউকে ছাড় নয়’: ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। জঙ্গিবাদের মতো মাদক নির্মূল করা হবে। মাদক ব্যবসায়ীদের বিচারের সম্মুখীন হতে হবে। যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, তাদের এক চুলও ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী সে যে-ই হোক না কেন, তাকে কোনো ছাড় নয়।’

গতকাল রোববার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল ও কলেজ মিলনায়তনে এতিম ও দুস্থদের মাঝে নতুন কাপড় বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। মাদকের বিরুদ্ধে যে অভিযান চলছে, সে অভিযানে সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষে বাস টার্মিনাল, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনাল কেন্দ্রিক পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই রমজানে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি, টিকেট কালোবাজারীদের তৎপরতার কোনো তথ্য নেই। ঈদের ছুটিতে ফাঁকা বাসা-বাড়ির নিরাপত্তায় থাকবে পুলিশের নজরদারি। অনুষ্ঠানে ডিএমপির ওয়ারী ও লালবাগ বিভাগের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে দুই হাজার ৮০০ পিস ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য, কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads