• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পুলিশের গুলিতে আহত তোতা ডাকাত মারা গেছে

লিশের গুলিতে আহত ডাকাত তোতা মণ্ডল মারা গেছে

প্রতীকী ছবি

অপরাধ

পুলিশের গুলিতে আহত তোতা ডাকাত মারা গেছে

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

জেলার কাশিয়ানীতে পুলিশের গুলিতে আহত ডাকাত তোতা মণ্ডল (৪৫) মারা গেছে। গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তোতা রাজবাড়ীর পাংশা উপজেলার চর বিকরা গ্রামের বাসিন্দা।

কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান জানান, গত সোমবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ধুসর ব্রিজের কাছে রাস্তায় গাছ ফেলে ট্রাক ও বাসে ডাকাতি করছিল সাত-আটজন ডাকাত। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা পাথর ছুড়তে থাকে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে তোতা মণ্ডলের পায়ে গুলিবিদ্ধ হয়। তোতাসহ অন্য দুই ডাকাতকে আটক করে পুলিশ। তারা হলো রাজবাড়ীর শ্রীপুর গ্রামের হারান মণ্ডল ও ঝিনাইদাহের ৩ নম্বর পানির ট্যাঙ্কিপাড়ার আবির হাসান। এদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার তোতা মণ্ডলের অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখা‌নে রা‌তে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads