• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বন্দুকযুদ্ধে চাঁদপুরের পুরাণবাজারের মাদক ব্যবসায়ী ইউনুছ নিহত

প্রতীকী ছবি

অপরাধ

চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ জুন ২০১৮

মাদকবিরোধী অভিযানে চাঁদপুরের সদর উপজেলায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। নিহত ঐ ব্যক্তি মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের।

বুধবার গভীর রাতে উপজেলার পুরানবাজারের পূর্ব শ্রীরাদী এলাকায় বালুর মাঠে মাদকের একটি বড় চালান যাওয়ার খবরে পুলিশ সেখানে অভিযান চালায়। বালুর মাঠে পৌছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে ইউনুস গুলিবিদ্ধ হয় বলে জানন, চাঁদপুর সদর মডেল থানার ওসি ওয়ালী উল্যহ। তার বিরুদ্ধে চাঁদপুরসহ বিভিন্ন থানায় মাদক আইনের আটটি মামলা রয়েছে বলে জানায় পুলিশের এই কর্মকর্ত।

নিহত ইউনুস পুরানবাজারের মধ্য শ্রীরামদী এলাকার আব্দুল মজিদ মিজির ছেলে।

গুলিবিদ্ধ ইউনুসকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

ওসি ওয়ালী উল্যহ বলেন, এই অভিযানে পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০৩টি ইয়াবা, একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি, চারটি কার্তুজের খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads