• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
‘বন্দুকযুদ্ধ’ ও ‘গোলাগুলিতে’ তিন মাদক ব্যবসায়ী নিহত

পুলিশের সঙ্গে গোলাগুলিতে তিন মাদক ব্যবসায়ী নিহত

প্রতীকী ছবি

অপরাধ

‘বন্দুকযুদ্ধ’ ও ‘গোলাগুলিতে’ তিন মাদক ব্যবসায়ী নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৯ জুন ২০১৮

চলমান মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে রংপুর ও ঠাকুরগাঁওয়ে দুজন নিহত হয়েছে। অন্যদিকে পুলিশের দাবি, দিনাজপুরে নিজেদের মধ্যে গোলাগুলিতে একজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রংপুর : নগরীর কুকরুল এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আবু মুসা ওরফে বিষখালি (২৭) নিহত হয়েছেন। নিহত আবু মুসার বাড়ি নগরীর হনুমানতলা এলাকায়। তার বাবার নাম আবদুল কুদ্দুস। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গতকাল ভোরে কয়েকজন মাদক ব্যবসায়ী নগরীর কুকরুল এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে মাদক ব্যবসায়ী আবু মুসা ওরফে বিষখালি নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ বোতল ফেনসিডিল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার নামে মাদক আইনে ১১টি মামলা রয়েছে।

ঠাকুরগাঁও : রানীশংকৈল উপজেলার ধর্মগড়ের ভদ্রেশ্বরী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত শামীম হোসেন রানীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার মৃত আবদুল সাত্তারের ছেলে। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের ভদ্রেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। রানীশংকৈল থানার ওসি আবদুল মান্নান বলেন, উভয়পক্ষের পাল্টাপাল্টি গোলাগুলিতে শামীম হোসেন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় গোলাগুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত শামীমের বিরুদ্ধে রানীশংকৈল থানায় মাদকের ৮টি মামলাসহ ১১টি মামলা রয়েছে।

দিনাজপুর : সদর উপজেলায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, দুই দল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হতে পারে। ওসি বলেন, খাড়িপাড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে সেখানে যায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ১০০ বোতল ফেনসিডিল ও একটি ওয়ান শুটারগান উদ্ধারের কথাও জানায় পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads