• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
পূর্ণিমা রেস্টুরেন্ট নবাবী ভোজ ইনফিনিটিকে জরিমানা

রাজধানীর বেইলি রোডের বিভিন্ন প্রতিষ্ঠানের শোরুমে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

সংগৃহীত ছবি

অপরাধ

পূর্ণিমা রেস্টুরেন্ট নবাবী ভোজ ইনফিনিটিকে জরিমানা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুন ২০১৮

রাজধানীর বেইলি রোডের শোরুম ইনফিনিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে গুলশানের পূর্ণিমা রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

রমজানের শুরু থেকেই রাজধানীতে চলছে ভেজালবিরোধী অভিযান। গতকাল শনিবার দুপুরে রাজধানীর গুলশানে পূর্ণিমা রেস্টুরেন্টে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় তারা অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখার প্রমাণ পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করেন। এর আগে গতকাল সকালে রাজধানীর বেইলি রোডের নবাবী ভোজকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পরে একই এলাকায় ইনফিনিটি শো রুমে অভিযান চালিয়ে লরিয়েলসহ স্টিকারবিহীন বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের কসমেটিকস রাখা এবং কর ফাঁকির অপরাধে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads