• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গণপিটুনির শিকার রনি রিমান্ডে

চলন্ত প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার আসামি মাহমুদুল হক রনিকে রিমান্ডে

সংগৃহীত ছবি

অপরাধ

প্রাইভেটকারে তরুণী ধর্ষণ

গণপিটুনির শিকার রনি রিমান্ডে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জুন ২০১৮

রাজধানীর সড়কে চলন্ত প্রাইভেটকারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার আসামি মাহমুদুল হক রনিকে (৩২) তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রনিকে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করে শেরেবাংলা নগর থানার পুলিশ। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য আসামি মাহমুদুল হক রনিকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পলাতক আসামির নাম ফারুক। তিনি রনির গাড়িচালক।

ধর্ষণের অভিযোগে গত রোববার এক তরুণী শেরেবাংলা নগর থানায় মামলা করেন। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, বাদী মামলায় অভিযোগ করেন, শনিবার রাতে দুই তরুণী কলেজগেট এলাকায় মাহমুদুল হকের গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ওই সময় গাড়ি চালাচ্ছিলেন রনির ব্যক্তিগত গাড়িচালক। কিছুদূর যাওয়ার পর এক তরুণীকে শিশুমেলা এলাকায় নামিয়ে দেওয়া হয়। গাড়িতে থাকা অপরজনকে ধর্ষণ করেন মাহমুদুল।

এক পর্যায়ে ঘটনা টের পেয়ে রাস্তায় থাকা লোকজন কলেজগেট এলাকায় গাড়ি থামিয়ে চালক ও মাহমুদুলকে পিটুনি দেয়। পিটুনির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তায় থাকা লোকজন মাহমুদুলের গাড়ি আটক করে। এ সময় চালক ও মাহমুদুলকে পিটুনি দেওয়া হচ্ছিল। মাহমুদুল ধানমন্ডি এলাকার বাসিন্দা। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া এলাকায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads