• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
হর্ন দেওয়া নিয়ে দ্বন্দ্বে যুবলীগ কর্মীদের হাতে যুবক খুন

মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. অনিক নামে এক যুবক খুন হয়েছেন

প্রতীকী ছবি

অপরাধ

হর্ন দেওয়া নিয়ে দ্বন্দ্বে যুবলীগ কর্মীদের হাতে যুবক খুন

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৯ জুন ২০১৮

মোটরসাইকেলের হর্ন দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম নগরীতে যুবলীগ কর্মীদের ছুরিকাঘাতে মো. অনিক নামে এক যুবক খুন হয়েছেন। গত রোববার রাত ৯টার দিকে নগরীর চকবাজার থানার পল্টন মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে ১২ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত অনিক নগরীর দামপাড়া পল্টন রোডের বাসিন্দা গাড়িচালক মো. নাসিরের ছেলে।

চকবাজার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রোববার বিকালে নগরীর চট্টেশ্বরী রোডের পল্টন মোড়ে মোটরসাইকেলের হর্ন দেওয়া নিয়ে অনিকের ছোটভাই আবু হেনা রনির সঙ্গে স্থানীয় মহিউদ্দিন তুষার ও তার সহযোগীদের কথা কাটাকাটি হয়। এ সময় কোতোয়ালি থানা পুলিশের একটি টহল দল সেখানে উপস্থিত হয়। পুলিশ দু’পক্ষকেই বুঝিয়ে সমঝোতা করে দেয়। পরে রাত ৯টার দিকে পল্টন রোডে নিজের বাসার কাছে অনিককে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তুষার ও তার সহযোগীরা। খবর পেয়ে উদ্ধার করে অনিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, অনিক হত্যাকাণ্ডে জড়িতরা যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তবে তিনি কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা জানা সম্ভব হয়নি। অনিক হত্যার ঘটনায় গতকাল সোমবার সকালে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন তার বাবা। আসামিরা হলেন- মহিউদ্দিন তুষার, মিন্টু, ইমরান শাওন, ইমন, শোভন, রকি, অপরাজিত, অভি, বাচা, এখলাস, দুর্জয় এবং অজয়। তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান ওসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads