• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইয়াবা পৌঁছাতে ‘পাঠাও’!

ঢাকায় মাদক আনতে ‘পাঠাও’কে ব্যবহার করা হচ্ছে

প্রতীকী ছবি

অপরাধ

ইয়াবা পৌঁছাতে ‘পাঠাও’!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জুন ২০১৮

ঢাকায় মাদক আনতে নিরাপদ বাহন হিসেবে রাইড শেয়ারিং অ্যাপস ‘পাঠাও’কে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদকবিরোধী অভিযানে দেশব্যাপী যখন মাদক ব্যবসায়ীরা কোণঠাসা; ঠিক সেই মুহূর্তে কক্সবাজারের মাদক ব্যবসায়ীরা উদ্যোগী হয়ে বিকল্প পন্থায় অত্যন্ত কৌশলে ঢাকায় ইয়াবা পৌঁছে দিচ্ছেন। আর কৌশল হিসেবে ব্যবহার করছেন রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওকে। গত শনিবার রাতে র্যাবের অভিযানে এ কৌশল ফাঁস হয়েছে।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ইয়াবা পাচারের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে। গত শনিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১১ নম্বর বাসা থেকে ২০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার যুবককে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের মাদক ব্যবসায়ী ইফতেখারুল ইসলাম (২৫), ওই ভবনের কেয়ারটেকার ও উখিয়ার বাসিন্দা অলি আহমেদ (২৪), ওষুধ কোম্পানির ইনফরমেশন অফিসার মোস্তফা কামাল এবং পাঠাও চালক রানা আহমেদ ওরফে রাজু (২৫)। এ সময় আটটি মোবাইল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল রোববার সকালে রাজধানীর কারওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান এসব তথ্য জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় ঢাকার মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান আনতে কক্সবাজার যেতে চায় না। মাদক ব্যবসায়ী ও ক্যারিয়ারদের চলাচলও সীমিত হয়েছে। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজারের উখিয়া থেকে ইয়াবার একটি চালান এনে ঢাকার উত্তরায় ওই ফ্ল্যাটে মজুত করেছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। কক্সবাজার থেকে ইয়াবার চালান ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে পাঠাওয়ের চালকদের ব্যবহার করা প্রসঙ্গে র্যাবের এই কর্মকর্তা বলেন, রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের চালকদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে মাদক পরিবহনের গুরুতর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে পাঠাওয়ের সঙ্গে অফিসিয়ালি যোগাযোগও করা হচ্ছে।

র্যাব কর্মকর্তা এমরানুল হাসান জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ইফতেখারুল ইসলাম জানিয়েছেন সে কক্সবাজারের উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র। মাদক ব্যবসার সঙ্গে জড়িত উখিয়ার স্থানীয় কিছু যুবকের বিলাসবহুল জীবনযাপন দেখে ইয়াবা ব্যবসায় উৎসাহিত হন। বিপুল অঙ্কের টাকার বিনিময়ে তিনি স্থানীয় ‍যুবক ও রোহিঙ্গাদের ঢাকায় ইয়াবা নিয়ে যেতে উৎসাহিত করেন। কক্সবাজার থেকে আনা ইয়াবা অবৈধভাবে ঢাকার উত্তরা থেকে আশেপাশের মাদক ব্যবসায়ীদের সরবরাহ করার কাজ নিয়ন্ত্রণ করত ইফতেখারুল। অন্যদিকে, গ্রেফতার অলি আহমেদ জানান, তার বাড়িও কক্সবাজারের উখিয়া থানার রাজাপালং গ্রামে। উত্তরার ফজিলত প্রোপার্টিজ নামে একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে আসছিলেন। অলি আহমেদের নিয়ন্ত্রিত ওই ভবনে কক্সবাজারের ইয়াবা রাখা হতো এবং তার সহায়তায় মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে যেত। গ্রেফতার মোস্তফা কামাল জানান, কক্সবাজারের চকরিয়া উপজেলায় শরীফ ফার্মাসিউটিক্যালসের মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে তিনি কর্মরত। মোটা অঙ্কের টাকার লোভে ওষুধ বিপণন ও সরবরাহের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি তিনি ইয়াবা পরিবহনের কাজেও যুক্ত হয়ে পড়েন। কক্সবাজার থেকে ইয়াবার ঢাকায় একটি চালান পৌঁছাতে পারলেই তিনি পেতেন ২০ হাজার টাকা। এ ছাড়া রানা আহমেদ রাজু মূলত রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের একজন রাইডার। তিনি পাঠাওয়ের রাইড শেয়ার দেওয়ার পাশাপাশি ইয়াবা পরিবহন করে মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতেন।

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ইয়াবাসহ গ্রেফতার ১২৫ : রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, তারা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। ডিএমপি সদর দফতরের যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামান জানান, গতকাল রোববার দুপুরে মুগদা, খিলগাঁও, পল্টন ও মতিঝিল এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪৬২ ইয়াবা ট্যাবলেট ও চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্যদিকে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০৬ গ্রাম ১ হাজার ১৭১ পুরিয়া হেরোইন, ১১ কেজি ৮৬০ গ্রাম গাঁজা ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads