• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কারামুক্তির এক দিন পর ‘একই অপরাধে’ ফের দণ্ডিত বাসচালক

বৈধ কাগজপত্র না থাকায় কারামুক্তির এক দিন পর ‘একই অপরাধে’ ফের দণ্ডিত বাসচালক

সংগৃহীত ছবি

অপরাধ

কারামুক্তির এক দিন পর ‘একই অপরাধে’ ফের দণ্ডিত বাসচালক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ জুন ২০১৮

দুপুর পৌনে ১টা। ব্যস্ত কারওয়ান বাজারে ট্রাফিক পুলিশের সরব উপস্থিতি। তাতে ভ্রূক্ষেপ নেই পথচারী কিংবা ওভারটেকপ্রবণ বাস ও অটোরিকশা চালকদের। অবস্থা বেগতিক দেখে বাস ও সিএনজিচালিত অটোরিকশা আটক করে কাগজপত্র দেখা শুরু হয়।

বৈধ কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দুই মাস কারাদণ্ড ভোগ শেষে গত রোববার মুক্তি পেয়েছেন ইউনাইটেড পরিবহনের চালক দেলোয়ার হোসেন। এরপর তিনি গতকাল সোমবার ফের বৈধ কাগজপত্র ছাড়াই বাস চালানো শুরু করেন। তবে বিধি বাম, ভ্রাম্যমাণ আদালতের একই ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের হাতেই গতকাল ধরা পড়েন ওই বাসচালক।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মশিউর বলেন, ইউনাইটেড পরিবহনের ওই চালককে এর আগে রাজধানীর শাহবাগে বৈধ কাগজপত্র না থাকার কারণে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই কারাদণ্ড ভোগ শেষে তিনি রোববার মুক্তি পান। কিন্তু আজই (সোমবার) তিনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাসটি চালিয়ে সদরঘাট থেকে মিরপুর অভিমুখে যেতে কারওয়ান বাজারে ধরা পড়েন।

তিনি বলেন, ওই চালককে মানসিক ও শারীরিকভাবে ভারসাম্যহীন মনে হয়েছে। তিনি অনুতপ্তও নন। তার মধ্যে ড্রাইভিং লাইসেন্স করার চেষ্টা থাকলে আজ তাকে রাস্তায় দেখা যেত না। ভ্রাম্যমাণ আদালত তাকে ফের দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।

ম্যাজিস্ট্রেট জানান, ট্রাফিক আইন লঙ্ঘন ও বৈধ কাগজ না থাকায় তিনটি গাড়ি ডাম্পিং ও দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একজন চালককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, মানুষের মধ্যে সচেতনতা বেশি জরুরি। কিন্তু সেটা খুব কমই পরিলক্ষিত হচ্ছে। যত্রতত্র পারাপার, রাস্তায় যাত্রী উঠানো ও নামানো, গাড়ির বৈধ কাগজপত্র না করার প্রবণতা লক্ষণীয়। ট্রাফিক পুলিশের পাশাপাশি বিআরটিএকে আরো উদ্যোগী হতে হবে। পাশাপাশি সাধারণ জনগণ সচেতন হলে ট্রাফিক ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল করা সম্ভব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads