• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মোটরসাইকেল চুরির অপবাদে যুবক আটক

মোটরসাইকেল চুরির অপবাদে এক যুবক আটক

প্রতীকী ছবি

অপরাধ

মোটরসাইকেল চুরির অপবাদে যুবক আটক

ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকা আদায়

  • রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

মোটরসাইকেল চুরির অপবাদে এক যুবককে আটক করে পুলিশ। পরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে দুই লাখ টাকার বিনিময়ে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়িতে।

যুবকের পরিবার ও এলাকাবাসী জানায়, সোনাব এলাকার মারফত আলীর ছেলে নূর আলম ভুলতায় একটি কাপড়ের দোকান দিয়ে ব্যবসা চালিয়ে আসছে। বেশ কয়েকদিন আগে ওই এলাকায় ৩টি  মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এসব মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে অন্যজনের মোটরসাইকেলসহ ওই যুবককে আটক করে ভুলতা ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভুলতা পুলিশ ফাঁঁড়ির এসআই আতাউর রহমান ক্রসফায়ারের ভয় দেখায়। একপর্যায়ে হাজতের ভেতর যুবককে বেধড়ক পেটায়। রাতেই যুবকের পরিবারের লোকজনের সঙ্গে পুলিশের কয়েক দফায় বৈঠক হয়। মধ্যরাতে নিরপরাধ যুবককে দুই লাখ টাকার বিনিময়ে ছেড়ে দেয়।

উল্লেখ্য, গত ২৬ মে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার ফেন্সি সম্রাট হূদয় মীরকে ৪৭ বোতল ফেনসিডিল ও ইয়াবা ব্যবসায়ী সুমন মিয়াকে ২০০ পিস ও রাসেল মিয়া নামে আরেক মাদক কারবারিকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আতাউর রহমান। পরে রাত একটার দিকে আড়াই লাখ টাকার বিনিময়ে তাদের ছেড়ে দেওয়া হয়। মাদক ব্যবসায়ী আটকের পর মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া ভুলতা পুলিশ ফাঁড়ির নিত্যদিনের ঘটনা।

অভিযুক্ত এসআই আতাউর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ যদি সম্মান করে তাহলে সেটা কি অন্যায়। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জসিম উদ্দিন বলেন, এসপি স্যারের হুকুমে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে। টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টি তিনি এড়িয়ে যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads