• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ম্যাক্স হসপিটালে ভুল চিকিৎসায়  শিশুর মৃত্যুর অভিযোগ

ভুল চিকিৎসার শিকার হয়ে শিশুর মৃত্যুর অভিযোগ

প্রতীকী ছবি

অপরাধ

ম্যাক্স হসপিটালে ভুল চিকিৎসায়  শিশুর মৃত্যুর অভিযোগ

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। চকবাজার থানার মেহেদীবাগ এলাকার ম্যাক্স হসপিটালে শুক্রবার রাত ১২টার দিকে এ শিশুর মৃত্যু হয়। দুই বছর চার মাস বছরের শিশুটির নাম রাইফা খান। তার বাবা রুবেল খান দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার ও চট্টগ্রাম স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।

এ ঘটনার পর পুলিশ ডাক্তার নার্সসহ তিনজনকে আটক করে। গতকাল শনিবার বিকালে এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এ কর্মসূচি থেকে ম্যাক্স হাসপাতালের দায়িত্বরত ডাক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

রাইফার বাবা রুবেল খান জানান, রাইফার কয়েক দিন আগে ঠাণ্ডাজনিত কারণে গলা ব্যথা শুরু হয়। এরপর থেকে খাওয়া প্রায় বন্ধ করে দেয় সে। বৃহস্পতিবার বিকালে তাকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়। ওই রাতে চিকি‍ৎসক অ্যান্টিবায়োটিক দিলে রাইফা অস্বস্তিবোধ করতে শুরু করে। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা একজন শিশু বিশেষজ্ঞকে কল করে পরামর্শ নিতে বলেন। হাসপাতাল কর্তৃপক্ষ শিশু বিশেষজ্ঞ হিসেবে বিধান বড়ুয়াকে দেখাতে বললে রাইফার বাবা তাতে সম্মতি দেন। বিধান বড়ুয়াও শিশুটিকে একই ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ দেন। ওই ওষুধ দেওয়ার পর থেকে রাইফার খিঁচুনি শুরু হয়। এরপর ম্যাক্স হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দেবাশীষকে বিষয়টি জানানো হয়। তিনি ডা. বিধান বড়ুয়ার সঙ্গে মোবাইলে কথা বলেন এবং ‘সেডিল’ ইনজেকশন পুশ করেন। এর পরই রাইফার মৃত্যু হয়।

এদিকে সাংবাদিক রুবেল খানের মেয়ের মৃত্যুর খবর পেয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারা ম্যাক্স হসপিটালে আসেন। সেখান থেকে চকবাজার থানাকে অভিযোগ জানানো হলে পুলিশ এসে ডাক্তার নার্সসহ তিনজনকে আটক করে নিয়ে যায়। এর পর রাত দেড়টার দিকে চকবাজার থানায় হাজির হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল ও ম্যাক্স হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত। তারা থানায় এসেই উপস্থিত সাংবাদিক নেতাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন। থানার ওসিকে হুমকি প্রদান করেন। এ বিষয়ে উপস্থিত সাংবাদিক আজহার মাহমুদ বলেন, চিকিৎসক নেতারা থানায় ঢুকেই ওসিকে বলেন, আমি চাইলে এক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের সকল হাসপাতাল বন্ধ করে দিতে পারি। আপনি যাদের থানায় এনেছেন তাদের এক্ষুণি ছেড়ে দেন। এরপর ওসি আটক করে আনা তিনজনকে ছেড়ে দেন।

চকবাজার থানায় চিকিৎসক নেতাদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও ম্যাক্স হাসপাতালের অবহেলায় শিশুর মৃত্যুর প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সদস্য আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ।

এ সময় রাইফার বাবা সাংবাদিক রুবেল খান তার বক্তব্যে বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমার মতো যেন আর কোনো বাবাকে মেয়ের লাশ কাঁধে নিতে না হয়।’

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনকে অবশ্যই এ ঘটনা তদন্ত করতে হবে। বিএমএ চট্টগ্রামের যেসব নেতা অপরাধীদের পক্ষ নিয়ে বিএমএকে বিতর্কিত করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads