• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
গাইবান্ধায় দুই বোনকে গাছে বেঁধে জমি দখলের চেষ্টা

গাছে বেঁধে নির্যাতন করে জমি দখলে চেষ্টা

প্রতীকী ছবি

অপরাধ

গাইবান্ধায় দুই বোনকে গাছে বেঁধে জমি দখলের চেষ্টা

  • গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত ০১ জুলাই ২০১৮

বিধবাসহ দুই বোনকে গাছে বেঁধে নির্যাতন করে জমি দখলে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পোগইল গ্রামে। নির্যাতিতরা হলেন ওই গ্রামের মৃত সৈয়দ আলীর দুই মেয়ে শোভা রানী (৪৫) ও সাদা রানী (৪২)।

এ ব্যাপারে শোভা রানী জানান, সাঘাটার মথরপাড়ায় তার বিয়ে হয়েছিল। প্রায় দেড় যুগ আগে স্বামী মারা যান। এর পর থেকে তিনি মৃত বাবার বাড়িতে এসে ঠাঁই নেন। সম্প্রতি আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত প্রায় পাঁচ বিঘা জমি প্রতিবেশী মৃত আজিম উদ্দিনের তিন ছেলে আবদুর রশিদ, আবদুল মান্নান ও আবদুল করিম পেশিশক্তির জোরে দখলে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় গত ২০ জুন গোবিন্দগঞ্জ থানায় জিডি করা হয়।

সাদা রানী জানান, এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় থানায় বৈঠক হয়। এরপরও গতকাল সকাল ১০টায় আবদুল মান্নানের নেতৃত্বে ১০-১২ জনের সংঘবদ্ধ একদল ভাড়াটে বিরোধীয় জমিতে রোপণকৃত ধানের চারা নষ্ট করতে থাকে। খবর পেয়ে আমার বোনকে নিয়ে গিয়ে বাধা দিতে গেলে তারা আমাদের পৃথক দুটি গাছের সঙ্গে বেঁধে মারধর করে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। পরে এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। এর মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে আবদুল মান্নান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, প্রতিপক্ষ তাদের জমি দখলের চেষ্টা করলে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads