• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে ধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য সহ আটক দুই

ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বারসহ দুইজন আটক

প্রতীকী ছবি

অপরাধ

হাজীগঞ্জে ধর্ষণ মামলার আসামি ইউপি সদস্য সহ আটক দুই

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৮

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ধর্ষণের অভিযোগে ইউপি মেম্বারসহ দুই ধর্ষককে আটক করেছে পুলিশ। আলাদা দুটি ঘটনায় তাদের বিরোদ্ধে হাজিগঞ্জ থানায় মামলা করা হয়।

শুক্রবার রাতে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সফিক মেম্বার (৫০)কে তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান আটক করেন। তিনি মৃত আব্দুল খালেকের ছেলে।

এ দিকে একই রাতে অপর এক ধর্ষনের অভিযোগে উপজেলা রাজারগাঁও পশ্চিম ইউনিয়নের মো. আলী হোসেন পাটওয়ারী (৪৩)কে আটক করে থানা উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন। তিনি মৃত সামছুল হক পাটওয়ারীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে একটি অভিযোগের ঘটনায় গত ১৩ এপ্রিল শুক্রবার সকালে মেম্বার সফিকুর রহমান সালিশের কথা বলে বাড়িতে ডেকে এনে ফাতেমা বেগম (৩৫) কে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ফাতেমা বেগম ইউপি সদস্যকে আসামি করে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

অপর দিকে ৬ জুলাই শুক্রবার বিকালে রাজারগাঁও পশ্চিম ইউনিয়নের স্থানীয় রাজারগাঁও বাজারে নবজাগরণ ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে মনিরা বেগম (৪৮) নামের এক নারী তার ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে গেলে ওই সমবায়ের কর্মকর্তা আলী হোসেন পাটওয়ারী তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় মনিরা বেগম বাদী হয়ে আলী হোসেন পাটওয়ারীকে একমাত্র আসামি করে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে পৃথক ঘটনায় ইউপি সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads