• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সরকারি ওষুধ মিলল ফার্মেসিতে

সরকারি ওষুধ

সংগৃহীত ছবি

অপরাধ

সরকারি ওষুধ মিলল ফার্মেসিতে

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

ফার্মেসিতে মিলেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গরিব কিডনি রোগীদের জন্য সরবরাহ করা সরকারি ওষুধ। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গত শুক্রবার রাতে পাঁচলাইশ থানাধীন গ্রিন ভ্যালি আবাসিক এলাকায় মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বেশ কিছু সরকারি ওষুধ উদ্ধার করে। এ সময় ফার্মেসি মালিক দীপক দাশকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, গোপন তথ্যের ভিত্তিতে ফার্মেসিটিতে অভিযান চালানো হয়। সেখান থেকে বেশ কিছু ওষুধ জব্দ করা হয়েছে। জব্দকৃত ওষুধের মধ্যে রয়েছে সেফরাডিন ক্যাপসুল, ওমেপ্রাজল ক্যাপসুল, হিপনোফাস্ট ইনজেকশন, নোবেসিট, প্রোসাইক্লিডিন হাইড্রোক্লোরাইড, ইটোরেক ইত্যাদি। এসব ওষুধের গায়ে সরকারি ওষুধের লেবেল লাগানো ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads