• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
উন্নত চিকিৎসার জন্য তরিকুল এখন ঢাকায়

ছাত্রলীগের হামলায় গুরুতর আহত তরিকুল ইসলাম

সংগৃহীত ছবি

অপরাধ

উন্নত চিকিৎসার জন্য তরিকুল এখন ঢাকায়

  • নিজস্ব প্রতিবেদক ও রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের হামলায় আহত ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আনা হয়েছে। গতকাল রোববার সকালে তাকে নিয়ে রাজশাহীর বেসরকারি রয়েল হাসপাতাল থেকে রওনা হন সহপাঠীরা। এর আগে গত ৫ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল তাকে ছাড়পত্র দেয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার যুগ্ম আহ্বায়ক মাহফুজা মোহিনী বলেন, ‘গুরুতর অসুস্থ তরিকুলকে রামেক হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার স্বাস্থ্যের আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।’ তরিকুলও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম ওই সংগঠনের যুগ্ম আহ্বায়ক। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।

তরিকুলকে ঢাকায় নেওয়ার কারণ জানতে চাইলে রয়েল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহমেদ বাবু বলেন, ‘তরিকুলের যে অবস্থা তাতে উন্নত চিকিৎসা না করালে বড় ধরনের সমস্যা হতে পারে। এ জন্য প্রয়োজন আরো কয়েকটি পরীক্ষা। দরকার পড়লে আবারো অস্ত্রোপচার করতে হবে। তাই ঢাকায় নেওয়া হচ্ছে তাকে।’ গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তরিকুলকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা জানা যায়নি।

রাবিতে গত সোমবার কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারীদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফসহ ১১ জন আহত হন। এদিন পুলিশের উপস্থিতিতেই ছাত্রলীগের নেতাকর্মীরা তরিকুলকে রাস্তায় ফেলে মারধর করেন। তাকে লাঠি, রড, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তারেককে প্রথমে রামেকের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। ওই সময় হাসপাতালে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তরিকুলের ডান পা ভেঙে গেছে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। এ সময় তার মাথায় ৯টি সেলাই করা হয়। কিন্তু এরপরই আর চিকিৎসা না দিয়ে তাকে ছাড়পত্র ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads