• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
রাজধানীতে স্থপতি নিখোঁজ

নিখোঁজ শেলটেকের প্রধান স্থপতি মো. বিএমএম মাহফুজ নবীন

সংগৃহীত ছবি

অপরাধ

রাজধানীতে স্থপতি নিখোঁজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

বেসরকারি আবাসন খাতের কোম্পানি শেলটেকের প্রধান স্থপতি মো. বিএমএম মাহফুজ নবীন (৩৭) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গত সোমবার তার পরিবারের পক্ষ থেকে রাজধানীর ভাষানটেক থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত মাহফুজের কোনো খবর দিতে পারেনি পুলিশ।

মাহফুজের পরিবারের সদস্যরা জানান, গত রোববার সকালে তিনি ভাষানটেকের ধামাল কোটের বাসা থেকে বের হয়ে কলাবাগানে অফিসের উদ্দেশে রওনা হন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

ভাষানটেক থানার ওসি সাব্বির আহমেদ গতকাল বলেন, মাহফুজ নবীনের মোবাইল ফোন বন্ধের আগে সর্বশেষ অবস্থান ছিল দারুস সালাম থানার পাশে। পুলিশ তাকে খোঁজার চেষ্টা করছে। তিনি আরো বলেন, ‘মাহফুজের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার পারিবারিক কিংবা অন্য কারো সঙ্গে বিরোধ নেই। তবে সেদিন কলাবাগানে না গিয়ে কেন তিনি দারুস সালামে গিয়েছিলেন- আমরা তা জানার চেষ্টা করছি।’ খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করা মাহফুজ শেলটেকের প্রধান স্থপতি হিসেবে কাজ করছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads