• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
গাজীপুরে পুলিশ পরিদর্শকের বস্তাবন্দি পোড়া মৃতদেহ উদ্ধার

গাজীপুরের জঙ্গল থেকে ঢাকার পুলিশের পরিদর্শক মামুন ইমরান খানের হাত-পা বাঁধা পোড়া মরদেহ উদ্ধার

সংগৃহীত ছবি

অপরাধ

গাজীপুরে পুলিশ পরিদর্শকের বস্তাবন্দি পোড়া মৃতদেহ উদ্ধার

  • নিজস্ব প্রতিবেদক ও গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৮

গাজীপুরের কালীগঞ্জে জঙ্গল থেকে পুলিশের (ঢাকা) বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খানের (৪২) বস্তাবন্দি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধারের পর নিহতের স্বজনরা ইমরানের পরিচয় নিশ্চিত করেন। তবে পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিতে গাজীপুর যায় এসবির একটি দল।

মঙ্গলবার দুপুরে উপজেলার রায়েরদিয়া রাস্তার পাশের একটি জঙ্গলে বস্তাবন্দি অবস্থায় পা বের হওয়া মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এরপর তারা উলুখোলা ফাঁড়ির পুলিশকে খবর দেয়। পরে কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়ার উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি আগুনে পোড়ানো ও চেহারা বিকৃত ছিল। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুরসহ ঢাকার বিশেষ শাখার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. গোলাম মাওলা জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন বিকালে নিহত পুলিশ কর্মকর্তার পরনের প্যান্ট ও কোমরের বেল্ট দেখে স্বজনরা পরিচয় শনাক্ত করেন। তিন দিন আগে মামুন নিখোঁজের ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় তার পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মামুন ঢাকার এসবির স্কুল অব ইনটিলিজেন্সে পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তার বাবার নাম মো. আজাহার আলী। বাড়ি ঢাকার নবাবগঞ্জ এলাকায়। ২০০৫ সালে তিনি পুলিশে যোগ দেন। মামুনের ঘটনার ব্যাপারে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত বলেন, গত ৮ জুলাই মামুন তার মধ্য বাসাবোর বাসা থেকে বনানী এলাকায় পারিবারিক অনুষ্ঠানে যান। সেখানে যাওয়ার পর একটি চক্র তাকে নারী-সংক্রান্ত ঘটনায় জড়ানোর চেষ্টা করে। এরপর তারা তাকে সেখান থেকে অন্যত্র নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, মামুনের পুলিশ পরিচয় পাওয়ার পর চক্রটি নিজেদের রক্ষা করতে তাকে পুড়িয়ে হত্যার পর লাশটি গাজীপুরের জঙ্গলে ফেলে গেছে। তিনি আরো জানান, মামুনের এক বন্ধু প্রাথমিকভাবে মরদেহটি শনাক্ত করেন। তিনি পুলিশকে অনেক তথ্য দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads