• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মামলা দায়ের, আটক ৩ জনের রিমান্ড আবেদন

লক্ষ্মী রানী রায় (১৭) এক কিশোরীর মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে

প্রতীকী ছবি

অপরাধ

কুল রক্ষায় চুল কর্তন

মামলা দায়ের, আটক ৩ জনের রিমান্ড আবেদন

  • নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৮

নীলফামারীর হিন্দু সম্প্রদায়ের সেই তরুণীর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ওই তরুণীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনের নামে নীলফামারী সদর থানায় মামলাটি করেছেন।

মামলার বাদী বুলো বালা (৪৫) জানান, ‘২০১৩ সাল থেকে আমার মেয়ে লক্ষ্মী রানী রায় জেলা সদরে পরচুলা তৈরির একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত। বাড়ি থেকে কর্মস্থলে যাওয়া-আসার পথে পরিচয়ের সূত্র ধরে পার্শ্ববর্তী কচুকাটা ইউনিয়নের দুহুলী গ্রামের অটোবাইক চালক রবিউল ইসলামের সঙ্গে লক্ষ্মী রানী রায়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্র ধরে গত ২ জুলাই আমার মেয়ে বাড়ি ছেড়ে রবিউল ইসলামের বাড়িতে পাড়ি জমায়। পরে গত ৯ জুলাই রবিউলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে সালিশের মাধ্যমে লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসি। এরপর বিষয়টি নিয়ে ১০ জুলাই আমার বাড়িতে একই গ্রামের দ্বীনবন্ধু রায়, পুষ্প রায় ও সদানন্দ রায়সহ আরো অন্তত ২০ জন হিন্দু সম্প্রদায়ের মহৎরা সালিশ বসায়। ওই সালিশে তারা সিদ্ধান্ত নেয়, আমার মেয়ে মুসলমান ছেলের সঙ্গে প্রেম করে চলে গেছে তাই তাকে হিন্দু সমাজে ফিরিয়ে আনতে হলে প্রায়শ্চিত্ত করতে হবে। এই বলে তারা আমার মেয়ের মাথা ন্যাড়া করে দেয় এবং শ্লীলতাহানি ঘটায়। এ সময় আমি, আমার শাশুড়ি এবং আমার মেয়ে প্রতিবাদ করলে সমাজের মহৎরা আমাদের একঘরে করে দেওয়ার হুমকি দেয়।

পরে সাংবাদিকরা আমার বাড়িতে এসে ঘটনা জানতে চায়; কিন্তু গ্রামের মহৎদের হুমকির কারণে সেই সময় আমি বিচার চাওয়ার সাহস পাইনি। তবে বুধবার সন্ধ্যায় বাদী হয়ে সালিশকারীদের বিরুদ্ধে একটি মামলা করেছি। আমি আমার মেয়ের অপমানের বিচার চাই।’

মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী সদর থানার উপপরিদর্শক প্রদীপ কুমার ব্যানার্জী জানান, ঘটনার সঙ্গে জড়িত আটক তিনজনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম-১ আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। এতে বিচারিক হাকিম মো. সামিউল ইসলাম ওই তিন আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার আবেদনের শুনানির দিন ধার্য করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads