• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চট্টগ্রাম জেলা প্রশাসকের নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

চট্টগ্রাম জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

প্রতীকী ছবি

অপরাধ

চট্টগ্রাম জেলা প্রশাসকের নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৮

চট্টগ্রাম জেলা প্রশাসক মো: ইলিয়াসের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবি করেছে দূর্বৃত্তরা। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি ধরা পড়লে বিটিআরসিকে অবহিত করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মো: ইলিয়াস জানান, শনিবার দুপুর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরের মোবাইলের স্ক্রিনে তার অফিসিয়াল নাম্বার ভেসে উঠে। এ সময় এক ব্যক্তি তাদের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সন্দেহজনক মনে হলে ওয়ার্ড কাউন্সিলররা তার ব্যক্তিগত নম্বরে কল দিয়ে বিষয়টি জানান। অফিসিয়াল নম্বরটি গ্রামীণ ফোনের হওয়ায় গ্রামীণ ফোন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। পরে বিটিআরসি কর্তৃপক্ষকেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

তিনি আরও জানান, বিদেশ থেকে কোন চক্র প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এ নাম্বারটির সঙ্গে মিল রেখে কল তৈরী করছে। এতে প্রতারণার শিকার হতে পারে যে কেউ। তাই সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads