• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
কক্সবাজারে মোবাইল ব্যাংকিং বন্ধ চায় র‍্যাব

র‌্যাবের ডিজি বেনজির আহমেদ

সংগৃহীত ছবি

অপরাধ

কক্সবাজারে মোবাইল ব্যাংকিং বন্ধ চায় র‍্যাব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জুলাই ২০১৮

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ বলেছেন, মাত্র ২৩ লাখ লোকের বসবাস কক্সবাজারে কোনও ব্যবসা নেই। কিন্তু সেখানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এতো লেনদেন হয় যে, মাদকের মাধ্যমে যে টাকা পাচার হয় তা ধরা যায় না। তাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আবেদন, তিন মাসের জন্য কক্সবাজারে সব ধরনের মোবাইল ব্যাংকিং বন্ধ রাখা হোক।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) নির্মিত মাদকবিরোধী বিজ্ঞাপন (টিভিসি) ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে রোববার (২২ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাবের মিডিয়া সেন্টারে তিনি এ দাবি জানান। 

তিনি আরও বলেন, র‌্যাব গত ১৪ বছর ধরে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। গত এক বছরে ৫০০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। দশ হাজার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ছয় হাজার মাদক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছে। সমাজ ও পরিবার এগিয়ে না এলে মাদকবিরোধী অভিযান পুরোপুরি সফল হবে না।

র‌্যাব মহাপরিচালক বলেন, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে আমাদের অভিজ্ঞতায় দেখেছি, বাসে করে মাদক পাচার হচ্ছে। বাসের হেলপার ও সুপার ভাইজার মিলে এই মাদক পাচার করছে। এইজন্য আমরা খুব শিগগিরই বাসের মালিকদের সাথে বসবো।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল বলেছেন- ‘প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান চালাচ্ছি। আমরা জঙ্গিবাদ নির্মূলে সফল হয়েছি। সবাইকে সঙ্গে নিয়ে আমরা মাদক নির্মূলেও সফল হবো।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদক দমন করার জন্য প্রশাসনিকভাবে আমাদের যা যা করা দরকার তা র‌্যাব ও পুলিশ ইনফোর্সমেন্ট কাজ করে যাচ্ছে। কিন্তু শুধু প্রশাসনিকভাবে কাজ করলে হবে না। সামাজিক ও পারিবারিক সচেতনতা তৈরি করতে হবে। এজন্যে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যাবের পক্ষ থেকে একটি টেলিভিশন বিজ্ঞাপনচিত্র তৈরি করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মাদককে নির্মূল করতেই হবে। নইলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পথ হারাবে। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে। এই যুদ্ধ সেদিন থামবে যেদিন আমরা দেখবো সেই বাংলাদেশকে; যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি। নেশাখোররা ভুলেই গেছে ফেনসিডিল নামে কিছু আছে। এখন নতুন আসছে ইয়াবা। এই ইয়াবায় সব হারাচ্ছে তরুণরা।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. জামাল উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)ড. জাবেদ পাটোয়ারী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads