• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
উত্তরবঙ্গে সংগঠিত হওয়ার চেষ্টায় জেএমবি

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)

সংরক্ষিত ছবি

অপরাধ

উত্তরবঙ্গে সংগঠিত হওয়ার চেষ্টায় জেএমবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) একটি অংশ নব্য জেএমবি গঠন করলেও পুরনো অংশটি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। উত্তরবঙ্গে বিভিন্ন পেশার আড়ালে সংঘবদ্ধ হচ্ছে জেএমবির এ অংশ। গত সাত মাসে অন্য জঙ্গি সংগঠনের সদস্যদের পাশাপাশি ১০ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের বেশিরভাগ গ্রেফতার হয়েছে দেশের উত্তরাঞ্চল থেকে।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে নিরাপদ এলাকা হিসেবে উত্তরবঙ্গকে বেছে নিয়েছে তারা। জেএমবির শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুর রহমান বাংলাভাই জেএমবির কার্যক্রম শুরু করে নওগাঁর আত্রাই ও রানীনগর এলাকা থেকে।

গত ১৯ জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে জেএমবির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে উগ্র জিহাদি বই জব্দ করা হয়েছে। শিবগঞ্জ উপজেলার পার একলামপুর বিশ্বাসপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, একই উপজেলার চাকলা কামার টেকপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন ও চাকলা মিয়াপাড়া গ্রামের মরহুম আবদুল গফুরের ছেলে রহমত আলী।

গত ১৭ মে রাজধানীর আরামবাগ থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই ও লিফলেটসহ জেএমবির দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। এরা হলো ময়মনসিংহ জেলা সদরের কাচিঝুলি এলাকার রুবাইয়া ওরফে লাবিবা এবং একই জেলার ফুলবাড়িয়া থানার শ্রীপুর এলাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানে মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রী নাঈমা আক্তার।

গত ৮ এপ্রিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক সক্রিয় সদস্য মো. রাশেদ উল ইসলামকে ফেনী থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। রাশেদ ২০১৭ সালের ৩ নভেম্বর ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। ফেনীর সোনাগাজী থানার দারুল উলামা মাদরাসায় অধ্যয়নরত ছিল।

গত ২২ মার্চ জেএমবির শীর্ষ দুই জঙ্গি নেতা হাদিসুর রহমান সাগর ও আকরাম হোসেন নিলয়কে বগুড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। সিটিটিসি সূত্রে জানা যায়, হাদিসুর রহমান সাগর গুলশানের হলি আর্টিজান হামলার ঘটনায় অন্যতম সন্দেহভাজন পলাতক আসামি। সে ওই হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ করেছিল বলে পুলিশ তাদের অনুসন্ধানে জানতে পারে।

গত ২৬ মার্চ রাজশাহীতে জেএমবির আরো এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম শহিদুল ইসলাম। তিনি জেলার বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। গত ১৮ জানুয়ারি জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ইয়ানতকারী গ্রুপের সদস্য ও শিক্ষক মাধব চন্দ্র রায়ের হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী তৈয়ব আলীকে গ্রেফতার করে নীলফামারীর কাউন্টার টেররিজম ইউনিট। তৈয়ব আলী জেলার জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের তিলাই গ্রামের মৃত আসানততুল্লার ছেলে।

পুলিশ সদর দফতরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, জঙ্গিদের কার্যক্রম প্রকাশ্যে দেখা না গেলেও গোপনে তারা সংগঠিত হতে পারে। তবে পুলিশ-র্যাব সার্বক্ষণিক নজর রাখছে। সন্দেহভাজন কিছু দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে জেএমবিসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে। আগের মতো আর মাথাচাড়া দিয়ে ওঠার শক্তি জঙ্গিদের নেই বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads