• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সংরক্ষিত ছবি

অপরাধ

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৪ কর্মী আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মুক্তিযোদ্ধা আবদুল মান্নান হল ছাত্রলীগের দুই গ্রুপের কর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলো- সভাপতি গ্রুপের কর্মী ও বিজিই বিভাগের মাহবুব এলাহী, বিবিএ বিভাগের মারজু, সাধারণ সম্পাদক গ্রুপের কর্মী ও এফটিএন বিভাগের শান্ত, আইসিটি বিভাগের মিজানুর। গতকাল সোমবার সকাল থেকে সংঘর্ষ না চললেও ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা যায়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ফুটবল খেলা নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে এরই জের ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক- এ দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা সভাপতি গ্রুপের মাহবুব এলাহীকে (২৩) মারধর করে। এ সংবাদ ছড়িয়ে পড়ায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে চলে ধাওয়া-পাল্টাধাওয়া। এতে দুুই গ্রুপের ৪ কর্মী আহত হয়। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ উপস্থিত হয়ে ওই উত্তপ্ত পরিবেশ শান্ত করে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আবু রাশেদ জানান, ফুটবল খেলা নিয়ে মূলত শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads