• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ মানবাধিকারকর্মী আটক

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ মানবাধিকারকর্মী আটক

সংগৃহীত ছবি

অপরাধ

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ মানবাধিকারকর্মী আটক

  • কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৮

কক্সবাজার বিমানবন্দর থেকে ৪ হাজার ৪২৫ পিস ইয়াবাসহ বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের (বামাকা) কর্মীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এ সময় বামাকার ওই কর্মীর সহোদর ও তার সহযোগীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে বেসরকারি বিমান নভোএয়ারের একটি ফ্লাইটে ঢাকা যাওয়ার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলো- রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ারদীঘি গ্রামের বাসিন্দা আবু তৈয়বের ছেলে ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কক্সবাজার সদর উপজেলা কমিটির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হারুন (৩২) ও তার সহোদর আলম শাহ (১৯) এবং সৈয়দ আহমদের ছেলে সাদ্দাম হোসেন (২০)।

বিমানবন্দর সূত্র জানায়, বেসরকারি বিমান নভোএয়ারযোগে তাদের ঢাকা যাওয়ার কথা ছিল। কিন্তু স্ক্যানিং মেশিনের সঙ্কেত পেয়ে তাদের সঙ্গে আনা লাগেজ তল্লাশি করা হয়। সেখান থেকে এসব ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার একেএম সাঈদুর জামান বলেন, উদ্ধার হওয়া ইয়াবাসহ আটকদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

তথ্যের সত্যতা স্বীকার করে কক্সবাজার সদর থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads